টেকনাফশিক্ষা ও ধর্মসারাদেশ

সাফল্যের ঝর্ণা ধারায় ‘সাবরাং বড় মাদরাসা’র নুরানী বিভাগ : কেন্দ্রীয় পরীক্ষায় ৩৮ জন A+ ও ২ জন A গ্রেড পেয়ে সকলেই উত্তীর্ণ

নিজস্ব প্রতিনিধি::
সাফল্যের ঝর্ণা ধারায় সাবরাং দারুল উলূম বড় মাদরাসা ও এতিমখানার নূরানী বিভাগ । অতীতের ন্যায় এবারও নূরানী কেন্দ্রীয় সনদ পরীক্ষায় সেরা কৃতিত্বের সাফল্যে চমক সৃষ্টি করে তাক লাগিয়ে দিয়েছেন। নূরানী বিভাগের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অভাবনীয় সাফল্য অজর্ন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে প্রতিবারের মত এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ।
জানা যায়, উপজেলার সাবরাং দারুল উলূম বড় মাদরাসা ও এতিমখানার নূরানী বিভাগের শিক্ষার্থীরা ২০১৯ সালের নুরানী তা’লিমুল কোরআন বোর্ড চট্রগ্রাম বাংলাদেশ এর তত্ববধানে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল ৪০ ছাত্র/ছাত্রী। তার মধ্যে ৩৮ জন এ প্লাস, ২ জন এ গ্রেডসহ সকল পরীক্ষার্থীই পাশ করে চমক সৃষ্টি করেছেন।
একটি প্রতিষ্টান থেকে এত বেশী ‘এ+’ এবং সকল পরীক্ষার্থী পাস করা একটি বিরল ইতিহাস। ৩৮ ছাত্র/ছাত্রী এ+ পেয়ে যাদের কৃতিত্বে অত্র মাদরাসার সাফল্যের ঝর্ণা ধারা অর্জন তারা হচ্ছে, ওয়াহিদা আকতার পিতা- মোঃ তৈয়্যব (রেজিঃ নং ৯০২৭৫), সাইদুল ইসলাম পিতা- কবির আহমদ (রেজিঃ নং ৯০২৭৬), রবিউল ইসলাম পিতা- সৈয়দুল ইসলাম (রেজিঃ নং ৯০২৭৭), রিমা আকতার পিতা- আলী হোসাইন (রেজিঃ নং ৯০২৭৮), নাসরিন জাহান পিতা- নুরুল আলম (রেজিঃ নং ৯০২৭৯), সাবিরান পিতা-আবুল কালাম (রেজিঃ নং ৯০২৮০), তানজিনা আকতার পিতা-হেলাল উদ্দিন (রেজিঃ নং ৯০২৮১), আবদুল্লাহ আল মামুন পিতা- আবদুল গফুর (রেজিঃ নং ৯০২৮২), রেহেনা আকতার পিতা- হাফেজ ফোরকান (রেজিঃ নং ৯০২৮৩), কেফায়ত উল্লাহ পিতা- মোজাহার মিয়া (রেজিঃ নং ৯০২৮৪), মোঃ সালমান পিতা- জহিরুল হক (রেজিঃ নং ৯০২৮৫), জেসমিন আকতার পিতা- আলী আকবর (রেজিঃ নং ৯০২৮৬), জসিম উদ্দিন পিতা- জাফর আলম (রেজিঃ নং ৯০২৮৮), আবদুর রহমান পিতা- আবদুল জলিল (রেজিঃ নং ৯০২৮৯), ফজিয়া আকতার পিতা- মোঃ হোসন (রেজিঃ নং ৯০২৯০), শামসুল আলম পিতা- আবদুল মালেক (রেজিঃ নং ৯০২৯১), শাকিলা আকতার পিতা- আবদুস সোবহান (রেজিঃ নং ৯০২৯২), মুফিজুর রহমান পিতা- শামশুল আলম (রেজিঃ নং ৯০২৯৩), ইসমত আরা পিতা- নজির আহমদ (রেজিঃ নং ৯০২৯৪), তসলিমা আকতার পিতা- মনির আহমদ (রেজিঃ নং ৯০২৯৫), মোঃ সালমান পিতা- কবির আহমদ (রেজিঃ নং ৯০২৯৬), মোঃ ইব্রাহীম পিতা- নবী হোসন (রেজিঃ নং ৯০২৯৭), মোঃ ফাহিম পিতা- জামাল হোসাইন (রেজিঃ নং ৯০২৯৮), রাইহান আলম পিতা- রবিউল আলম (রেজিঃ নং ৯০২৯৯), মোঃ আয়াছ পিতা- জধমব উদ্দিন (রেজিঃ নং ৯০৩০২), সামিয়া আকতার পিতা- মোঃ সেলিম (রেজিঃ নং ৯০৩০৩), আসমা আকতার পিতা- মোঃ ইয়াকুব (রেজিঃ নং ৯০৩০৪), আবদুর রহমান পিতা- মোঃ বদিউর রহমান (রেজিঃ নং ৯০৩০৫), মোঃ সা’দ পিতা- বশির আহমদ(রেজিঃ নং ৯০৩০৬), মোঃ শাকিব পিতা- আবদু শুক্কুর (রেজিঃ নং ৯০৩০৭), তাসমিন পিতা- আবদু শুক্কুর (রেজিঃ নং ৯০৩০৮), তাসফিয়া পিতা- আবুল হোসেন (রেজিঃ নং ৯০৩০৯), আয়েশা ছিদ্দিকা পিতা নুর বশর (রেজিঃ নং ৯০৩১০), লিপি আকতার পিতা- আবদুল মোনাফ (রেজিঃ নং ৯০৩১১), ছফা আকতার পিতা- মোঃ ইসহাক (রেজিঃ নং ৯০৩১২), সালমা আকতার পিতা- মোঃ সেলিম (রেজিঃ নং ৯০৩১৪), মোঃ আদেল পিতা- মৌঃ রাশেদ (রেজিঃ নং ৯০৩১৬)। এ গ্রেড প্রাপ্ত ২ ছাত্র হচ্ছে, মোঃ হোসাইন পিতা- মোঃ তৈয়ব (রেজিঃ নং ৯০৩০০), মোঃ আরমান পিতা- আমান উল্লাহ (রেজিঃ নং ৯০৩০১),
দেওবন্দী সিলসিলার অনুসারী বেফাকুল মাদারিসিল আরাবীয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ) বেফাক সিলেবাস ও নূরানী তা’লিমুল কোরআন বোর্ড চট্রগ্রাম, বাংলাদেশ এর সিলেবাসভুক্ত এই মাদরাসাটি কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের প্রথম থেকেই প্রতি বছর ধারাবাহিক সফলতা অর্জন করে আসছে। মাদরাসার এই কৃতিত্বপূর্ণ ফলাফলে আনন্দের জোয়ারে ভাসতে শুরু করে মাদরাসা প্রাঙ্গন। তবে আগামীতে আরো ভালো ফলাফল করার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ। মাদরাসা এ অর্জনে সন্তুষ্ট শিক্ষার্থীদের অভিভাবকরাও।
এই ঈর্ষনীয় সাফল্য অর্জনে মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া আদায় করে মাদরাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মুফতী নুর আহমদ বলেন, ‘এটা মহান মহান আল্লাহ তা’য়ালার অশেষ অনুগ্রহ। এই সাফল্য আমরা আনতে পারিনি। তিনি মেহেরবানী করে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে সাধ্যাতীত প্রচেষ্টা ছিল। তিনি আমাদের প্রচেষ্টা কবুল করেছেন। এ জন্য আমি মহান আল্লাহ তা’য়ালার দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তিনি এই সাফল্যের কৃতিত্ব মাদরাসার সংশ্লিষ্ট উস্তাদগণ ও পরিচালনা কমিটির বলে দাবী করেন। তিনি আরো বলেন, এই সাফল্যের কৃতিতের¡ দাবীদার মাদরাসার সকল উস্তাদগণের। যাদের নিরলস প্রচেষ্টায়, সার্বক্ষণিক নেগরানী এবং অক্লান্ত পরিশ্রমর ফলে আমাদের ছাত্ররা এ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ছাত্রদের প্রতি উপদেশ প্রদান করে তিনি আরো বলেন, “আগামীতে ও তোমরা এধারাবাহিকতার জন্য নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে । তোমাদেরকে দৃঢ় প্রত্যয় নিয়ে অভিষ্ট লক্ষে এগিয়ে যেতে হবে। তবেই সফলতা তোমাদের পদচুম্বন করবে এবং অন্যান্য শিক্ষার্থীরা তোমাদের পথ অনুসরনে প্রেরণা যোগাবে। কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলায় অবস্থিত সাবরাং দারুল উলুম বড় মাদরাসা ও এতিমখানা, ফোরকানিয়া, নুরানী, হিফজ বিভাগ ও কিতাব বিভাগ সহ জমাতে উলা ( মিশকাত) পর্যন্ত প্রায় ৩৯ জন শিক্ষক/ কর্মচারী দিয়ে এ প্রাতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে । এছাড়া নারী শিক্ষার জন্য রয়েছে সাবরাং খদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদরাসা নামে আলাদা একটি অঙ্গ প্রতষ্ঠান। যেখানে স্থানীয় নারী শিক্ষার্থীরা সম্পুর্ন পর্দা সহকারে মহিলা শিক্ষিকা দ্বারা দ্বীনি শিক্ষা গ্রহন করছে। নুরানী শিক্ষা বিভাগ সুত্রে জানা ২০২০ শিক্ষা বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, চলবে মাসব্যাপী।
আগ্রহী ছাত্র/ছাত্রীদের অভিবাবকগণ প্রয়োজনীয় কাগজপত্র সহ মাদরাসা অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। গরীব অসহায় শিক্ষার্থীদের সম্পুর্ন খরছ মাদরাসা কর্তৃপক্ষ বহন করে থাকে। সাবরাং দারুল উলুম বড় মাদরাসা ও এতিমখানা ১৯৭৪ ইং সনে স্থাপিত হয়ে অদ্যবদি দেশ ও জাতির ধর্মীয় সেবার পাশাপাশি সমাজ সেবা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অত্র মাদরসায় নূরানী বিভাগ, হেফজ বিভাগ ও জামাতে উলা পর্যন্ত কিতাব বিভাগে প্রায় সহ¯্রাধিক ছাত্র/ছাত্রী দৈনন্দিন দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা গ্রহণ করে আসছে।###

Comment here