টেকনাফমহেশখালী

সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ এলাকায় অভিযান : ২১ হাজার পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারীকে আটক

টেকনাফ প্রতিনিধি :

সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ বঙ্গোপসাগর এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ২১ হাজার পিস ইয়াবাসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা ।
কোস্ট গার্ড সুত্রে জানা যায়,২ আগস্ট মঙ্গলবার ভোর রাত ২ টারদিকে সেন্টমার্টিন কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা মাদক-চোরাচালান প্রতিরোধ টহল দলের সদস্যরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর বঙ্গোপসাগরে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ শূণ্যরেখা অতিক্রম করে ১টি কাঠের নৌকা দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবঝুম এলাকার মোসন আলীর দুই ছেলে ফরিদ আলম (৪৭) আবুল কাসেম (৪০), বাদশাহ মিয়ার ছেলে জসিম উদ্দিন (১৯), আব্দুর শুক্কুরের ছেলে সলিমুল্লাহ (২৮), মৃত লাল মোহাম্মদের ছেলে আমানউল্লাহ (৪০), জাফর আহমেদ এর ছেলে সোহেল উদ্দিন (২২), কুতুবঝুম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত নাজির মিন্ত্রীর ছেলে নিজাম উদ্দিন (৩৫) কে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে নৌকার ভিতরে লুকানো অবস্থায় ২১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এব্যাপারে লেঃ কমান্ডার বিএন (মিডিয়া কর্মকর্তা) খন্দকার মুনিফ তকি জানান, ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comment here