কক্সবাজারজাতীয়দৃষ্টিপাতসারাদেশ

হাজম পাড়ার মো: রফিক ও বটতলী বাজারের জেসমিন আকতার এর নোটারী এফিডেভিট মূলে বিবাহ সম্পন্ন

মো: রফিক (২৬) পিতা আবদুল মোনাফ সাং-হাজম পাড়া, ৭নং ওয়ার্ড, ও জেসমিন আকতার (১৮) পিতা আমজুল হোসেন, প্রকাশ আমজল মাঝি সাং- মহেষখালিয়া পাড়া (বটতলী বাজার), ৫নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউনিয়ন, উপজেলা টেকনাফ, জেলা কক্সবাজার। আমরা দু’জনই সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন পুরুষ ও মহিলা হই। পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন আমরা একে অপরকে ভালবেসে আসছি।
ভালবাসাকে বাস্তবে রুপদানের লক্ষ্যে আমরা উভয় পক্ষ ইসলাম শরীয়তের রীতিনীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া ককসবাজারস্থ নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে বিবাহ সম্পন্ন করেছি। যার নোটারী নম্বর ৫৮১, তারিখ ৩০/০৩/২০২২ ইং । আমারা দু’জনই সরকারের আইনকে শ্রদ্ধাপূবর্ক ইসলামী শরীয়া মতে ৬লক্ষ টাকা দেন মোহর ধার্য্য করে বর্তমানে স্বামী-স্ত্রী হিসাবে ঘর সংসার চালিয়ে যাচ্ছি। স্বামী-স্ত্রী হিসাবে উভয়ে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি
অত্র বিবাহে আমাদেরকে কেউ প্রভাবিত ও প্ররোচিত করে নাই। আমরা স্বেচ্ছায়,সজ্ঞানে সাক্ষী গনের সম্মুখে আইনগত স্বীকৃতি স্বরূপ বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া হলফনামা সম্পাদন করিলাম। আমরা সকলের দোয়া কামনা করছি।

Comment here