টেকনাফসারাদেশ

হ্নীলার আইন-শৃংখলা উন্নয়নে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ওসি রনজিত কুমার বড়ুয়া। এতে তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহায়তার উপর গুরুত্বারোপ করেন।
১২ মার্চ রাত ৮টায় টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় হ্নীলার কর্মরত সংবাদকর্মী দৈনিক হিমছড়ির হুমায়ুন রশিদ,দৈনিক ইত্তেফাক ও আজকের দেশ-বিদেশের জসিম উদ্দিন টিপু, দৈনিক রূপসী গ্রামের মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক আজকের কক্সবাজারের সাদ্দাম হোসাইন, দৈনিক ভোরের পাতা ও দৈনিক বাঁকখালীর মোঃ রফিক উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় নবাগত অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন, উপজেলায় বৃহত্তর হ্নীলা একটি গুরুত্বপূর্ণ এলাকা। সম্প্রতি উক্ত এলাকার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্রের ব্যবহারের পাশাপাশি মাদক সেবী ও চোরাকারবারীদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। এতে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের পাশাপাশি সামাজিক পরিবেশ কলুষিত হয়ে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে। জঙ্গিতৎপরতার মাধ্যমে একটি চক্র দেশকে জঙ্গি আস্তানা বানাতে চায়। সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারের রক্তাক্ত ঘটনায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলেও সকলের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকায় আমরা সব সম্প্রদায়ের লোক মিলে মিশে অবস্থান করছি। এখন বলতে গেলেই টেকনাফের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। কোন মহল যাতে স্বার্থসিদ্ধির জন্য বিনা কারণে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রেখে আইন-শৃংখলা বাহিনী সজাগ রয়েছে এবং সবাইকে আন্তরিক মনোভাব নিয়ে আইন-শৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তার আহবান জানানো হয়।

Comment here