মোঃ রফিক :
হ্নীলা আল-জামেয়া দারুসসুন্নাহ সহ বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির প্রভাবশালি সদস্য।
হ্নীলা রুবি মার্কেটের স্বত্বাধিকারি, মাওঃ ফরিদ আহমদ (প্রকাশ মাইজ্জা) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। গেল রাত ১ঘটিকার দিকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যু কালে স্ত্রী, ১ছেলে, ৪মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। আজ ২১ জুন বাদ আছর হ্নীলা দারুস্সুন্নাহ মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা পড়া হবে।
মরহুমের ইন্তেকালে, হ্নীলা দারুস্সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দিন কাসেমী, সাবেক এমপি আবদুর রহমান বদি, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
আল্লাহপাক শোকাহত পরিবানের সকল কে ছবরে জামিল দান করুন।
হ্নীলার মাওঃ ফরিদের ইন্তেকাল

Comment here