টেকনাফ

হ্নীলা মৌলভীবাজার আইডিয়াল একাডেমীর পিএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

ফরিদুল আলম,হ্নীলা:
হ্নীলা মৌলভী বাজার আইডিয়াল একাডেমীর পিএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান ব্যাপক কর্মসুচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
১৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলার হ্নীলা মৌলভী বাজার আইডিয়াল একাডেমী প্রাঙ্গনে ২০১৭সালের পিএসসি পরীক্ষার্থীদের জন্য খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এক আলোচনা সভা একাডেমিক দাতা সদস্য জমিরিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি ফেরদৌস আহমদ জমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জামাল হোছাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হানিফ। প্রধান বক্তা ছিলেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মন্নান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, জমিরিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মৌঃ শামসুল হক, ইউনিয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপল অফিসার হারুন অর রশিদ, হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাবু অজয় কুমার চৌধুরী, আলী আকবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌঃ মোহাম্মদ আলী, আলহাজ্ব বাদশা মিয়া, ছৈয়দ আহমদ, একাডেমি পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ হোছাইন চৌধুরী, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা বলেন, গতবারের এই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ এপ্লাস সাফল্য বয়ে এনে প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে বসিয়েছে। আসন্ন পরীক্ষায়ও এই প্রতিষ্ঠানের পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাশেষে এই প্রতিষ্ঠানের পিএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে এক প্রীতিভোজে মিলিত হয়।

Comment here