টেকনাফ

৬ লাখ ৯১ হাজার ১০৪ পিচ ইয়াবা উদ্ধার

টেকনাফ yaba  :
টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে  ৬ লাখ ৯১ হাজার ১০৪ পিচ ইয়াবার চালানসহ পাচারকাজে ব্যবহৃত একটি কােঠর নৌকা উদ্ধার করেছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল মো: আবুজার আল জাহিদ জানান, রবিবার ২০নভেম্বর ভোর ৪টায় তাঁর নেতৃেত্ব টেকনাফ বিওপি ফাঁড়ীর জওয়ানরা সাবরাং নাফ নদীর মোহনায় আলু গোলার প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৯১ হাজার ১০৪ হাজার পিচ ইয়াবাসহ একটি কােঠর নৌকা উদ্ধার করে। যা টেকনাফ বিজিবি ইতিহাসে উদ্ধারকৃত সর্ববৃহৎ চালান। তবে এসময় কয়েকজন পাচারকারী নৌকা দিয়ে নাফ নদী অতিক্রম করে ইয়াবার চালানটি দেশের অভ্যন্তরে নিয়ে আসছিল।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ইয়াবার চালানটি নৌকায় ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়।
জব্দকৃত ইয়াবার মূল্য ২০কোটি ৭৩ লাখ ৩১ হাজার টাকা বলে জানায় বিজিবি। উদ্ধারকৃত ইয়াবাগুলি বর্তমানে বিজিবি ২ ব্যাটালিয়ন সদর দফতরে রাখা হয়েছে এবং যা পরবর্তীতে উর্ধতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জাহিদ ।

 

Comment here