রাজনীতি

আওয়ামী লীগরে সম্পাদকমণ্ডলীতে ৮ নতুন মুখ

 

 

টেকনাফ ভিশন ডেস্ক:

14732238_1238176189578943_8889979997305454824_n 14720602_1110871029029211_7160431092269156595_nআওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দুই দিনের মাথায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর আংশিক নাম ঘোষণা করা হয়েছে। নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কমিটির আংশিক নাম ঘোষণা করেন। আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মো. মিসবাহ্ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী এবারও একই দায়িত্বে আছেন। তাদের সঙ্গে যোগ হয়েছে এনামুল হক শামীম ও ব‌্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর নাম।

এনামুল হক শামীম আগের কমিটিতে কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। আর চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের কেন্দ্রীয় কমিটিতে এবারই প্রথম এলেন। আগের কমিটির সাংগঠনিক সম্পাদকদের মধ‌্যে বীর বাহাদুর এবার বাদ পড়েছেন।

আগের কমিটিতে ছয়জন সাংগঠনিক সম্পাদক থাকলেও এবার কাউন্সিলে গঠনতন্ত্র সংশোধন করে একটি পদ বাড়ানো হয়। সম্পাদকমণ্ডলীর বাকি ১৯টি পদের মধ‌্যে ১৪ জনের নাম ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। এর মধ‌্যে ছয়টি পদে এসেছে নতুন মুখ। এ ছাড়া সম্পাদকমণ্ডলীর ছয় সদস‌্যকে আরও তিন বছরের জন‌্য একই দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। রবিবার আওয়ামী লীগের সম্মেলনের নির্বাচনী অধিবেশনে শেখ হাসিনা আবারও দলের সভাপতি নির্বাচিত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস‌্য ওবায়দুল কাদের।

Comment here