এক্সক্লুসিভমুক্ত কলামসংস্কৃতিসারাদেশ

আদিল মাহমুদ এর কবিতা: মায়াজাল

কবিতা–“মায়াজাল”

ভালোবাসা যদি, কখনো তোমায় ডাকে,
বলো না ভুলেও, তুমি যে আছো ফাঁকে।
অনুরাগ সব সময়ই,তোমার পিছু থাকে,
তোমাকে নিয়ে সে, তুলিতে ছবি আঁকে।

ভালোবাসাকে,বুঝা তো অধিকতর কষ্ট,
তোমাকে পারবেনা সে,করতে পুরোপুরি তুষ্ট।
অনুরাগের কাছে,কিছু কিছু মানুষ হয়ে উঠে দুষ্ট,
ফলে,মানবের কিছু ছলনায়,সে দেখায় তোমায় পৃষ্ট।

ভালোবাসা, মানবজাতির আত্মার ফুল,
অবহেলা করে,করো না ভুলেও কোনো ভুল।
অনুরাগ-ই এ বসুন্ধরায়, প্রশান্তির একমাত্র মূল,
ভালোবাসা” ছাড়া, কোথাও দেখবে না কোনো কুল।

ওহে মানুষ, ভালোবাসা ছেড়ে যেতে চায়, তাকে আঁকড়ে
ধরো,
মায়া, মমতা, প্রেম, প্রীতি ত্যাগে, অযথা-ই মরতে চাইলে
মরো।
মনে রেখো, ভালোবাসা এগিয়ে আসবে না, তুমি আনতে
পারো,
অনুরাগ” অনেক অভিমানী, সে কখনো-ই একার নয় যে
কারো।

ভালোবাসার মূল্য যে বুঝে, সে-ই তার সুন্দর হাতে কলম
তুলে,
অনুরাগ এর কথা লিখতে, অনেকে-ই কলমের কথা যায়
ভুলে।
পৃথিবীর সমস্ত মায়া, মমতা লুকিয়ে আছে শুধু, কলমের
মূলে
কলমের ক্ষমতার বলে-ই তব,সমুদ্রের পানি উঠতে পারে
ফুলে।

মা-বাবার ভালোবাসা হয়, সব সময় মধুর,
পিরিত কি বুঝতে হলে, যাও কাছে সাধুর।
ভালোবাসা পেতে,হইও না কখনোই বিধুর,
তৃপ্তির প্রেম আছে,শুধুমাত্র পুরুষের বধূর।

আমি ভালোবাসি, ভালোবাসি বলে, হবো নৌকা”য় পার,
নৌকা ছাড়া অনুরাগের যে, এ ধরণী”তে নেই কিছু আর!
নদী’র দেশ আমাদের বাংলাদেশ, গাঙের যে আছে ধার,
নাও এর সাথে,তটের সংযোগে আছে, লম্বা একটা তার।

লেখকঃ মোঃ আদিল মাহমুদ।

Comment here