এক্সক্লুসিভসারাদেশ

আদিল মাহমুদ এর স্বরচিত চতুর্দশ পদি কবিতা “নেতৃত্ব”

“নেতৃত্ব”
“চতুর্দশ পদি কবিতা”

আদিল মাহমুদ

সবাই মানুষ, অভাব থাকে নেতৃত্ব,
নেতা সে-ই,যে পারে নিতে দ্রুত সিদ্ধান্ত,
রাতে যেমন,দেখা যায় রজনীকান্ত,
যে ভালো,তার মূল্যায়ন থাকে অনন্ত,
জাতির পিতা, বঙ্গবন্ধু তার দৃষ্টান্ত
হৃদয় থাকে যার উচ্চ, সেই প্রশান্ত,
বিনা শ্রম ও বিনা মনে, সবই ভ্রান্ত,
নেতার শ্রম গরিবের, হবে সে শান্ত,
এক নেতৃত্বে, দেশে বয়ে যায় বসন্ত,
উদাহরণে,নেত্রী মোদের নিশিকান্ত,
ফুলে ফলে শোভনীয়,রচনা শ্রীকান্ত,
সরকারের চেষ্টায়, পরিস্থিতি শান্ত,
অর্থনীতি বাঁচিয়ে,পৌঁছিব শেষ প্রান্ত।

লেখক- ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here