কক্সবাজারজাতীয়সারাদেশ

আনোয়ারায় হোম কোয়ারেন্টাইন অমান্য করায় অর্থদণ্ড

মোহাম্মদ মনির,কর্ণফুলী (চট্রগ্রাম) প্রতিনিধি ::

চট্টগ্রাম আনোয়ারা উপজেলায় হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ডাদেশ দেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শেখ জুবাইর আহমদ। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ ইদ্রিস আনোয়ারা উপজেলার বুরুমচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ জামালের পুত্র। তিনি গত ৮ মার্চ দুবাই থেকে বাংলাদেশে আসেন। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) শেখ জুবাইর আহমদ জানান, ৮মার্চ দুবাই থেকে বাংলাদেশে আসেন ইদ্রিস। করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় তাকে হোম কোয়ারেন্টাইন রাখি বিদেশ ফেরত কয়েকজনকে। তিনি হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করে বাড়িতে আসেন। দণ্ডবিধির ১৮৬০ মোতাবেক সংক্রামক সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাকে বাধ্যতামূলক হোম কায়ারেন্টাইনে প্রেরণ করা হয়।

Comment here