আন্তর্জাতিকটেকনাফ

আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত : টেকনাফে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন


আন্তর্জাতিক নার্সেস দিবস টেকনাফে নানা আয়োজনে পালিত হয়েছে। ‘স্বাস্থ্য মানুষের অধিকার, অর্জনের নেতৃত্বে নার্স’ এ প্রতিপাদ্যে সকাল ১০ টায় কেক কেটে দিবসের উদ্ভোধন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। টেকনাফ নার্সেস এসোসিয়েশনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীতে টেকনাফ হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্টানে কর্মরত নার্সরা অংশগ্রহন করেন। র‌্যালীটি পর্যটন শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নার্সেস এসোসিয়েশনের সভাপতি হেনা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সুমন বড়–য়া , মেডিকেল অফিসার ডা: এনামুল হক, ফারিয়া কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সুফিয়ান, নার্স মতিউর রহমান, তিথি গোমেজ, নেনেচিং রাখাইন, শাহিনা, শ্বরনিকা, টিনা গোমেজ, ইসমত আরা সহ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এদিকে সীমান্ত উপজেলা টেকনাফেও কেন্দ্রীয় কর্মসুচীর পালনের পাশাপাশি টেকনাফ নার্সেস এসোসিয়েশন টেকনাফ হাসপাতালের রুগীদের জন্য স্বউদ্যোগে দু’ বেলা উন্নতমানের খাবার ও এক বেলা নাস্তা বিতরণ করেন। যা সাধারণ রোগীদেও মধ্যে বেশ প্রসংশা কুড়িয়েছে। টেকনাফ হাসপাতালে মহিলা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসারত রশিদা ও নুর বাহার বলেন, আজকে সকালের নাস্তা ও দুপুড়ে ভাল খাবার দিয়েছে। টেকনাফ নার্সেস এসোসিয়েশনের সভাপতি হেনা পারভিন বলেন, টেকনাফ হাসপাতালে কর্মরত ২৬ জন নার্স সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে নিজেরাই রোগীদের জন্য সকালের নাস্তা এবং দু’বেলা উন্নত মানের খাবার পরিবেশন করে নিজেদেরে একটু হালকাা করার চেষ্টা করেছি।

Comment here