আন্তর্জাতিকটেকনাফ

আর্ন্তজাতিক নারী দিবস-২০২০ : ‘ইচ ফর ইক্যুয়াল’ দাবী নিয়ে রাজপথে ফরিদারা

জাবেদ ইকবাল চৌধুরী , টেকনাফ :
ফরিদা আখতার। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে একটি বেসরকারী সংস্থায় ফিল্ড অফিসার পদে কাজ করছেন। হাতে বেশকটি ফেস্টুন উচিয়ে অংশ নেন একটি র‌্যালীতে। এতে লেখা রয়েছে ‘ইচ ফর ইক্যুয়াল ’ ‘সবার জন্য সাম্যতা ’ ‘লিঙ্গ সমতা বিশ্ব তৈরীতে সহায়তা’ ইত্যাতি শ্লোগান। এ ধরনের শ্লোগান সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন ইত্যাদি নিয়ে শত শত ফরিদারা রাজপথ প্রকম্পিত করে রেখেছে। রাজপথে নেমেছে তাদের অধিকার আদায়ে।
ফরিদা আখতার বলেন, চট্টগ্রামের সীতাকুন্ডে তার বাড়ী। কর্মের সুত্রে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে থাকা। চাকুরী করতে গিয়ে মাঝে মধ্যে নারী হিসেবে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হত এক সময়। এখন মানুষ অনেক সচেতন হয়েছে। নারী-পুসুষ একসাথে এক হাউজে চাকুরী করছে। বিভিন্ন কাজ করছে। অনেক ক্ষেত্রে নারীরাও এগিয়ে যাচ্ছে। তবে এরপরও আরো সচেতনতা বাড়াতে হবে। যাতে নারী পুরুষের মধ্যে সাম্যতা ফিরে আসে। তাই তিনি র‌্যালীতে একাধিক ফেস্টুন হাতে নিয়েছেন। সবাই যেনো এভাবে এগিয়ে আসে। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শ্লোগানকে প্রতিপাদ্য হিসেবে নিয়ে দেশে পালিত হচ্ছে ৮ মার্চ রবিবার আর্ন্তজাতিক নারী দিবস-২০২০। এ উপলক্ষে টেকনাফে বিভিন্ন সংগঠন পালন করেছে। টেকনাফ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজন করে আলোচনা সভার। উপজেলা নিবার্হী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। টেকনাফ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজন করে ‘মা সমাবেশ’র । টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া কমিউনিটি ক্লিনিকে সকালে উক্ত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রæতিপূর্ণ চাকমা। এ উপলক্ষে হোয়াইক্যং প্রধান সড়কে র‌্যালীর আয়োজন করে বেসরকারী সংস্থা সুশীলন। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদে আলোচনা সভা শেষে উক্ত র‌্যালীতে ইউপি সচিব নুরুল হদা, ইউপি সদস্য জালাল আহমদ, সুশীলন ফিল্ড অফিসার ফরিদা আখতারসহ শত শত নারী-পুরুষ অংশ নেন।

Comment here