টেকনাফশিক্ষা ও ধর্মসারাদেশ

আহমদ বিন শফী-র সময়োপযোগী কবিতা “গরীব ছেলের ঈদ”

আহমদ বিন শফী-র কবিতা
“গরীব ছেলের ঈদ”

ছোট্ট খোকা বললো বাবা দাও কিনে জামা
পাসের বাড়ি ভাইয়ার লাইগা আনছে মামা,
ঈদের দিন আনন্দে ভরে যাবে ঐ ওসামা
কিন্তু আমি গরীব ছেলে বাজবে দামামা।
বাবা বললো বাচ্চা আমার তুর লাগি সব
গরীব বলে কেমনে দিমু কষ্ট করে হয় শব,
রাত দিনে হয়না ঘুম করি মিয়া বাড়ির যব
এভাবে -ত কাটছে দিন করবো পূরণ সব।
ধীরে ধীরে চলছে ভেবে কাটছে অনেক দিন
বাবা বললো আসরে খোকা ঈদের আগের দিন,
খোকা বললো মাকে মুছে মুখ করে ফিনফিন
আমার চাওয়া মনের মতো দেয়,চাই না তিন।
দুঃখ -কষ্ট ভার করে গেলো বাবা বাজারে
রাগ করোনা খোকা এ হলো ভালো হাজারে,
ক্ষীণ মনে বললো যা-ই বলার আছে যারে
রাজি করে খোকাকে ফুক দিল সিনাই ঝাট।
ছাত্র- আল্ জামিয়া আল ইসলামিয়া, টেকনাফ।

Comment here