উখিয়া

উখিয়া আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভায় বক্তারা : ৪৪ বছর ধরে পিতৃশোকে কাঁদছে জাতি

প্রেস বিজ্ঞপ্তি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতীর ইতিহাসে সবচেয়ে কলংকিত ও রক্তাক্ত দিন ১৫ আগষ্ট। রক্তাক্ত ৩২ নম্বরের সেইদিনের রক্তগঙ্গা প্লাবিত করেছে ৫৬ হাজার বর্গমাইল এলাকা। এমন বীভৎস, ভয়াল, হ্নদয়স্পর্শী, নারকীয় ও পৈশাশিক ঘটনা বিশে^র ইতিহাসে বিরল। বঙ্গবন্ধুকে হত্যা করে তাকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যায়নি বরং ৪৪ বছর ধরে পিতৃশোকে কাঁদছে জাতি। বাঙ্গালীর ঘরে ঘরে তার কীর্তির ইতিহাস ছড়িয়ে পড়েছে। শুধু দেশে নয়, বিশ^বাসীর মাঝেও স্মরনীয় ও বরণীয় একটি নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হচ্ছেন বিশ^নেতাদের একজন। যাকে নিয়ে বিশে^র বিভিন্ন দেশে গবেষনা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শুধু একটি রাষ্ট্রের জন্ম দেননি, তিনি বহু বৈচির্ত্যময় প্রতিভার অধিকারি একজন মহান পুরুষ। ষড়যন্ত্র এখনো থেমে নেই দাবী করে বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বার বার হত্যা করার চেষ্টা হয়েছে। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। সকল ষড়যন্ত্র মোকাবেলায় অধ্যক্ষ শাহ আলম ও জাহাঙ্গীর কবির চৌধুরীর নেতৃত্বে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ শাহ আলম চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাংবাদিক রাসেল চৌধুরীর পরিচালনায় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিক মিয়া, প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য কবি আদিল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ফরিদুল আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল মনসুর চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক নুরুল বশর, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সহসভাপতি কামাল উদ্দিন মিন্টু ও ইসকান্দর হোসেন চৌধুরী, সাংগঠনিক স¤পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, শ্রম বিষয়ক স¤পাদক রিয়াজুল হক রিয়াজ, শিক্ষা ও মানবকল্যাণ স¤পাদক মাস্টার ছৈয়দ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহাম্মদ, উখিয়া যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, উখিয়া শ্রমিক লীগের সভাপতি সরওয়ার কামাল পাশা, উখিয়া সেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক স্বপন শর্মা রনি, উপজেলা আওয়ামীলীগের সদস্য যথাক্রমে আলী হোছাইন খাঁন, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ফজল কাদের ভ‚ট্রো, জালিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন স¤পাদক এডভোকেট রুহুল আমিন রাসেল, উপজেলা যুবলীগের সহসভাপতি কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ন স¤পাদক আবুল হোসেন আবু, হলদিয়াপালং কৃষকলীগের সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক দিদারুল আলম, সেচ্ছাসেবকলীগ নেতা কাসেদ নুর প্রমুখ। আলোচনা সভা শেষে ৫০০০ নেতাকর্মী ও উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল নামে। সকাল ৮ টা থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বত:স্ফুতভাবে অংশ গ্রহন করে। বিশেষ করে বিকালের আলোচনা সভা লোকে লোকারণ্য হয়ে যায়। আওয়ামীলীগের প্রত্যন্তঞ্চলের নেতাকর্মীদের পদভারে মূখর হয়ে উঠে কোটবাজার মধ্যম ষ্টেশন ও আশপাশের এলাকা। অনুষ্ঠানস্থল আরব সিটি সেন্টারের বিশাল মিলনায়তনে তিল ধরনের ঠাই ছিল না। তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ইতিপূর্বে উখিয়া আওয়ামীলীগের কোন প্রোগ্রামে এতো নেতাকর্মীর সরব উপস্থিতি দেখা যায়নি।

Comment here