টেকনাফসারাদেশ

এইচএসসিতে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ শীর্ষে

সাদ্দাম হোসাইন, হ্নীলা:
প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ছাত্রীদের শতভাগ সাফল্যসহ শীর্ষ স্থান অর্জন করেছে। জানা যায়,২৩জুলাই দুপুরে প্রকাশিত এইচএসসি পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ৭৪জন পরীক্ষার্থীদের মধ্যে অংশ-গ্রহণকারী সকল ছাত্রীসহ ৩৫জন ছাত্র উত্তীর্ণ হয়েছে। মানবিক বিভাগের ৭জন ফেল করলেও ব্যবসা শিক্ষা বিভাগের সকলেই পাশ করেছে। যা পাশের হার শতকরা ৯০.৫৪%। উক্ত ফলাফলে উপজেলায় কলেজ পর্যায়ে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ শীর্ষ স্থান অর্জন করেছে। অপরদিকে টেকনাফ ডিগ্রী কলেজের তিন বিভাগের ২শ ১১জন পরীক্ষার্থী অংশ-গ্রহণ করে ১শ ২৩জন পাস করেছে। যা পাসের হার ৫৮.২৯%। এইচএসসিতে ২৮৭জন পরীক্ষার্থীদের মধ্যে ১৯০জন পাশ করেছে। ফেল করেছে ৯৭জন। যা পাশের হার ৬৬%।
এই ব্যাপারে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ,ন,ম তৌহিদুল মাশেক তৌহিদ বলেন,নব প্রতিষ্ঠিত অত্র কলেজ প্রতিযোগিতামূলক সরকারী পরীক্ষার প্রকাশিত প্রথম ফলাফলে সাফল্যের পেছনে কলেজ পরিচালনা কমিটি,ট্রাস্টি,অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দ,অভিভাবকসহ সকলের সার্বিক সহায়তায় কাজ করেছে। আগামীতেও সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষাবান্ধব সকলের আন্তরিক সহায়তা কামনা করছি। এদিকে টেকনাফ উপজেলায় হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থান অর্জন করায় সর্বস্তরের আনন্দ-উল্লাসের সৃষ্টি হয়েছে।

Comment here