টেকনাফশিক্ষা ও ধর্ম

ঐতিহ্যবাহী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

 

 

 

হাবিবুল ইসলাম হাবিব,টেকনাফ::

সারাদিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪টি বুথে বিরতিহীনভাবে নির্বাচন ভোটগ্রহণ চলে।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন হিমু বড়ুয়া। নির্বাচনকে প্রায় জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতো গুরুত্ব দেয়া হয়েছিল। নির্বাচনকে ঘিরে বিদ্যালয় এলাকায় শান্তি-শৃঙ্খলা, অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনটি সম্পন্ন হয়।

নির্বাচনে মোট ৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন, তাদের মধ্যে থেকে বিজয়ী হয়েছেন ৪ জন। এরা হলেন, আলহাজ্ব নুরুল বশর(বই) প্রতীক প্রাপ্ত ভোট-৭৯২, মাষ্টার বশিরুল ইসলাম (মাছ) প্রতীক প্রাপ্ত ভোট-৭৮৪, মোস্তাক আহমদ (ফুটবল) প্রতীক প্রাপ্ত ভোট-৭৩৬, রেজাউল করিম রেজা(দেয়াল ঘড়ি) প্রতীক প্রাপ্ত ভোট-৭০৩ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া দাতা সদস্য হিসেবে মোহাম্মদ আব্দুল্লাহ, শিক্ষক প্রতিনিধি পদে তপন পাল, মুজিবুর রহমান, শ্রীমতি শিখা দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত হতে পারেননি যারা, আবদুর রহিম(টেবিল) প্রতীক প্রাপ্ত ভোট-১৬১, নুরুল ইসলাম লেড়– (চেয়ার) প্রাপ্ত ভোট-১৫৮, নুর হোসেন (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ৪৮, ছৈয়দ আলম (আনারস) প্রাপ্ত ভোট ৬২, মোস্তাক আহমদ (টেবিল) প্রতীক প্রাপ্ত ভোট-৮০।

নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন-৯৩০, নষ্ট ভোট ১৩ ভোট, এর মধ্যে ২৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেননি। উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ফলাফল শেষে বিজয়ী অভিভাবক সদস্যরা তাদের নির্বাচনী অঙ্গীকার পূরণে ও বিদ্যালয় জাতীয়করণে সকলের সহযোগিতা কামনা করেন।

নির্বাচন প্রসঙ্গে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন জানান, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর এ বিদ্যালয়ে অভিভাবকের প্রত্যক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

Comment here