রাজনীতি

কক্সবাজার-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি’র শাহজাহান চৌধুরী ও আওয়ামীলীগের শাহীন আকতার


কক্সবাজার :
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন আকতার জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিয়েছেন। ২৮ নভেম্বর বুধবার বেলা ১ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার ৪ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুর রহমান বদি তার স্ত্রী শাহীন আকতারকে নিয়ে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. কামাল হোসনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাহীন আকতার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা না বললেও সাংসদ আব্দুর রহমান বদি বলেন, ‘আমরা কথা না বলে কাজ করতে চাই। আমি এলাকায় যে উন্নয়ন করেছি, যাদের জন্য করেছি, তারাই নির্বাচনে এর মূল্যায়ন করবে।’
শাহীন আক্তারের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউসার জাহান নিগার, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান মাহমদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
এর আগে কক্সবাজার-৪ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্েেটর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী তাঁর নির্বাচনী মনোনয়পত্র জমা দিয়েছেন।
বুধবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেনের কাছে তিনি তার মনোয়নপত্র জমা দেন।
এ সময় শাহজাহান চৌধুরীর সাথে ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, ভাইসচেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, ফজল করিম চেয়ারম্যান, টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি এড. হাসান ছিদ্দিকী, যুবদল নেতা রাশেদুল করিম মাকিন, শাহাদাত হোসেন ও যুবদলনেতা আবদুল কাইয়ুমসহ আরো অনেকে।

Comment here