জাতীয়সংস্কৃতিসারাদেশ

কবিতাঃ বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা

কবিতাঃ বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা
আদিল মাহমুদঃ

মুক্তিযুদ্ধ আমাদের দিয়েছিল স্বাধীনতা,
সেইজন্য বাংলার হয়েছিল মূল্যবোধ,
অহমিকা থাকবেনা মানুষের অধীনতা,
সকলের অন্তরেই প্রয়োজন ভাতৃবোধ ।

স্বেচ্ছাধীন আত্মত্যাগ হতভম্ব পাকিস্তান,
বঙ্গবন্ধু আমাদের ঐশ্বরিক পাহাড়ায়,
জীবনের প্রতিস্তরে স্বরনীয় অবদান,
নিশ্চয়ই বাঙ্গালীরা সচেতন অচলায়।

আদ্রিকীলা অর্ধমৃত অসহিষ্ণু জলবায়ু,
নির্দ্বিধায় গড়তেই প্রাপ্তিযোগ্য নির্দেশনা,
অবহেলা ক্ষতিকর যবনিকা নরবায়ু,
অখিলকে সুরক্ষায় মনোযোগ গবেষণা।

মহাবিশ্বে যুদ্ধাবস্হা নিরাপত্তা বিচলিত,
অস্থিরতা নিত্যসঙ্গী সর্বভুক অধিলোক,
মনুষ্যকে অবিভক্তে স্বরনীয় মুকসিত,
ক্ষুধার্তকে অন্নপূর্ণা পরলোকে উদ্ধারক।

লেখকঃ আদিল মাহমুদ

ওসি তদন্ত, পরশুরাম থানা

ফেনী জেলা।

Comment here