এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

কবিতা “তানজিনা” মো. আদিল মাহমুদ

কবিতা– “তানজিনা”
লেখক–মো. আদিল মাহমুদ।
তানজিনা তাবাচ্ছুম আমার, সুন্দর প্রেমের মুখ,
আবৃত্তি আমাকে তৈরি করে,মুছে ফেলতে সব দুখ।
চাঁদপুরের মেয়ে তাবাচ্ছুম, মনে হয় দেখতে মিষ্টি,
দুনিয়ার অনুরাগ যেনো, আবৃত্তির কন্ঠে সৃষ্টি।
নোয়াখালী বিজ্ঞান ও, দক্ষ বিশ্ববিদ্যালয়,
কুসুমের আবৃত্তির ঘ্রাণে, থাকবে সর্বদা অক্ষয়।
ভালোলাগে মান্য করি ফুলকে,তিঁনি ভাষার সম্মান,
মেঘনা প্রবাহিণীর পাড়েতে, আবৃত্তি সদা অম্লান।
কন্ঠে মুগ্ধতা চোখে প্রণয়, চিত্ত সর্বকালে ভালো,
বেশভূষায় মহারাণী শশী,হৃদয়ে জ্বালাবে আলো।
ব্যবহার আচরণে প্রিয়া, দর্শকের মন ধরে,
লক্ষ ভক্ত লুটে পরে আজ,শাণিত গলার তরে।
চাঁদপুর দেশের পুণ্য জেলা, শুধু পুষ্প বয়ে আনে,
তানজিনা তার নিত্য প্রমাণ, বাংলার মানুষ জানে।
আবৃত্তি শেখার জন্য কেউ, যদি মন থেকে চাও,
তানজিনা তাবাচ্ছুমের কাছে,দ্রুতবেগে ছুটে যাও।
যেমন বেণী তেমন বাণী, সারারাত আরাধনা,
নিশীথে জ্ঞানী স্বপ্নের রাণী,আবৃত্তির উন্মাদনা।

Comment here