এক্সক্লুসিভজাতীয়সারাদেশ

কবিতা : বঙ্গবন্ধুর সোনার বাংলা

বঙ্গবন্ধুর সোনার বাংলা

আদিল মাহমূদ

বাংলাদেশ মোদের জন্মভূমি, অর্জন করেছে বীরবাঙ্গালী,
মাতৃভূমি রক্ষার্থে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে বলি,
মুক্তিযোদ্ধারা মোদের গর্ভ, যাদের জন্য মোরা বলশালী,
“করোনা”হতেই পারে না সেই বঙ্গবন্ধুর সোনার বাংলার অলি-গলি!
কষ্টার্জিত মোদের দেশ, সতেরো কোটি অবলম্বন,
তাদের বেঁচে থাকার জন্য প্রথম উপায় বিশুদ্ধ ছক অংকন,
বস্ত্র,কাপড়,বৈদেশিক মুদ্রা ও কৃষি খাতে বাঁচে কোটি জন,
তাইতো, তৈরি করতে হবে এদের বাঁচার আশ্রয়করন।
“ভাইরাস”মুক্ত থাকতে হলে, প্রয়োজন নিরাপদ দূরত্ব,
অপরদিকে খুলতে হবে নিজেদের বিবেক ও মনুষত্ব,
নিরাপদ দূরত্বে না থেকে কারখানা চালু, শ্রমিকদের অসহায়ত্ব,
ফলে, তাদের অসন্তোষের মুখে বাড়বে এই সকল শিল্পে বেকারত্ব।
শিল্প কারখানাতে জায়গা সীমিত, নিরাপদ দূরত্ব কল্পিত,
ফলশ্রুতিতে, মজুররা স্বাস্থ্য সেবা থেকে হবে বঞ্চিত,
সমাধান করতে চাইলে, মানতে হবে মানুষের অস্তিত্ব,
শ্রমিকদেরকে দু-ভাগে রাত-দিনে করতে হবে বিভক্ত।
সামাজিক তথা নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য রাষ্ট্রেরই নির্দেশ,
মানুষ ও অর্থনীতিকে বাঁচাতে মানতে হবে আদেশ,
স্বাস্থ্য সেবা নিশ্চিত করাই হবে শিল্প মালিকদের খায়েশ,
বস্ত্র ও কাপড় শিল্পে কাজের পালাবদলেই বাঁচবে স্বদেশ।
দেশের স্বার্থে লক ডাউন তুললে, কিছুটা ঝুঁকিতে পড়বে শ্রম শিল্প,
তাইতো ত্যাগ স্বীকারে প্রমাণ হবে মালিকদের সংকল্প,
স্বল্প খেয়ে বুঝতে হবে আমাদের সম্পদ অতি অল্প,
পুরোদমে শুরু করতে হবে পোষাক ও কাপড় শিল্পের প্রকল্প।
পাশাপাশি থেকে স্বাস্থ্য সুরক্ষা রাখা হবে খুবই কঠিন,
এতে, এইসব শিল্প খাতে শ্রমিকদের হতে হবে পরাধীন,
অহেতুক না বুঝে, সরকারের ভাবমূর্তি করোনা মলিন,
বরং, “মহামারী”র কবল থেকে মানুষকে দ্রুত করো স্বাধীন।

লেখক- পুলিশ ইন্সপেক্টর ( তদন্ত)

পরশুরাম মডেল থানা , ফেনী

Comment here