আন্তর্জাতিকজাতীয়সারাদেশ

করোনাভাইরাস: স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষেধ

ডেস্ক নিউজ:
দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করার পর এবার সব স্থলবন্দর দিয়ে বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ রোববার এক আদেশে জানায়, বাংলাদেশের ভেতরে করোনাভাইরাসের আরও ছড়িয়ে পড়া রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোববার থেকে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত’ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

বাংলাদেশের বেনাপোল, ভোমরা, বাংলাবান্ধা, হিলি, বুড়িমারী, রৌমারি, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে যাওয়া আসার সুযোগ রয়েছে। সবগুলো স্থলবন্দরের ক্ষেত্রেই এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

নভেল করোনাভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ২৪ জনের আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে আইউডিসিআর; মৃত্যু হয়েছে দুইজনের।

তাদের মধ্যে কয়েকজন বিদেশ থেকে এসেছেন এবং বাকিরা তাদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন।

এই প্রেক্ষাপটে এর আগে বিদেশফেরত সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছিল সরকার। এরপর শনিবার ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

Comment here