কক্সবাজার

কলেজ ছাত্র সালাহ উদ্দীন মাহমুদ হত্যাকারীদের শাস্তির দাবীতে মনববন্ধন

14650103_1130626937024795_8505959856087346910_n
টেকনাফ ভিশন ডেস্ক :
কক্সবাজারে কলেজ ছাত্র সালাহ উদ্দীন মাহমুদ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সমাবেশ ও মনববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) দুপুরে কক্সবাজার শহরের ঘোনারপাড়া থেকে এলাকাবাসী মিছিল সহকারে কক্সবাজার আদালত প্রাঙ্গনে মিলিত হয়।
সেখানে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুনিদের গ্রেফতারের দাবী জানিয়ে এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, মনজুমন নাহার, রাজ বিহারী দাশ, সদর উপজেলা স্বোচ্ছাসেবক লীগ সভাপতি এডভোকেট একরামুল হুদা, নিহত সালাহউদ্দীনের ভাই এডভোকেট মোবারক প্রমুখ।
বক্তারা বলেন, শহরের চিহ্নিত সন্ত্রাসী সাগর দে ও রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাতের আঁধারে ছুরিকাঘাত করে খুন করে। খূনের ঘটনার ৬ দিনেও কোন আসামী গ্রেফতার হয়নি। সভায় সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।
মানববন্ধন শেষে খুনীদের গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়।
সালাহ উদ্দীন মাহমুদ পৌরসভার ঘোনারপাড়ার মৃত জসিম উদ্দিনের ছেলে এবং বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ছাত্র। গত ১০ অক্টোবর রাত সাড়ে দশটার দিকে শহরের গোলদিঘীর পাড়ে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল উদ্দিন ১২ অক্টোবর কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলা নং-জিআর ২২। মামলায় ৯ জন জ্ঞাতনামাসহ আরো ৭/৮ জনকে আসামী করা হয়।

Comment here