এক্সক্লুসিভজাতীয়মুক্ত কলামসারাদেশ

“কালো দিবস ১৫ আগস্ট”

“কালো দিবস ১৫ আগস্ট”
মোঃ আদিল মাহমুদ

বাংলাদেশে স্বরণীয়, পনের আগষ্ট,

মনুজের প্রাণে বহে, এ দিনের কষ্ট।

শোকাবহ এ দিবস,জাতির কলংক,

বিশ্ব দরবার বসে কষে, বড় অংক।

জাতি ভুলবেনা জানি, সে দিনের গ্লানি,

বঙ্গবন্ধু যে ছিলেন, নৃ-র কল্লোলিনী।

কলঙ্কিত হয় দেশ, অন্ধকার ধরা,

ক্ষণে বাংলার মানুষ ছিল, জ্ঞান হারা।

বঙ্গবন্ধু যা করেছে, তা আজ ভাসছে,

তাঁর প্রত্যক্ষ নেতৃত্ব, জোয়ার এনেছে।

নর নিত্য বলীয়ান, অদৃশ্য ছায়ায়,

অবদান দৃশ্যমান, পুষ্প বসুধায়।

মানবের অন্তস্থলে, এ দিবা নিকৃষ্ট,

যারা ক্ষুয়েছে পরাণ, বেদনায় স্পষ্ট।

“চতুর্দশ পদি কবিতা”

লেখক: পুলিশ ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা, ফেনী জেলা, ।

Comment here