মুক্ত কলামসংস্কৃতিসারাদেশ

গর্ভধারণী “মায়ের স্মরণ”

“মায়ের স্মরণ”

“মা”মনুজের চোখ, নাক, কান ও প্রাণ,
“প্রসূতি”র মাঝে, লুকিয়ে থাকে জীবন,
“মাতা”মহাসুন্দরী, বাঁচিবার সদন,
“গর্ভধারিণী”পদ্ম, আদমের নয়ন,
“আম্মা”, সন্তানের শিক্ষার অবলম্বন,
“জন্মদাত্রী”,অচলার শোভন রঙ্গন,
“আম্মু”, নরের শরীরে রক্তের পুলিন,
“জননী”,জনের আত্মার বৃহৎ নলিন,
“আম্মী”ধরা’য় সবুজ, নিশিতে শয়ন,
“মাম্মি”ছেলে ও মেয়ের, খাদ্যের চয়ন,
“আম্মাজান”, প্রান সঞ্চারের নিদর্শন,
“অবলা”, শান্তি মনে অতিশয় নিপুন,
“ললনা”, পিতা-ব্যাপ্তির স্বর্গীয় মিলন,
“অঙ্গনা”,ধরত্রীর শান্তির নিকেতন।

“চতুর্দশ পদি কবিতা”।

লেখক : মোঃ আদিল মাহমুদ
পুলিশ ইন্সপেক্টর (তদন্ত)
পরশুরাম মডেল থানা,ফেনী জেলা।

Comment here