কক্সবাজারক্রাইমটেকনাফ

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” কক্সবাজার টু টেকনাফ র‌্যাবের যৌথ টহল সম্পন্ন


টেকনাফ ভিশন ডটকম:
“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” শ্লোগানে কক্সবাজার টু টেকনাফ সড়কে যৌথ টহল শুরু করেছে র‌্যাব। ৩১ জুলাই মঙ্গলবার বিকাল আড়াই টার সময় কক্সবাজার শহরের “সুগন্ধা পার্ক” এলাকা থেকে র‌্যাবের যৌথ টহল কার্যক্রম শুরু হয়েছে। টহলগুলো কক্সবাজার শহড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “রামু- উখিয়া-টেকনাফ” সড়ক হয়ে “মেরিন ড্রাইভ” সড়কে এসে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেষ হয়।
র‌্যাব সুত্রে জানা যায়, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে কক্সবাজার থেকে টেকনাফে র‌্যাবের যৌথ টহল অনুষ্টিত হয়েছে। বিশেষ কওে ইয়াবা প্রতিরোধের জন্য শুধু মাত্র টেকনাফে আরো ৫ টি ক্যাম্প স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। এগুলো টেকনাফের শাহপরীরদ্বীপ, সাবরাং, বাহারছড়া , টেকনাফ সদর ও হোয়াইক্যং এলাকায়। এর ফলে কক্সবাজারে ৭ টি র‌্যাব ক্যাম্প স্থাপিত হলো।
মঙ্গলবার (৩১ জুলাই) নতুন ৫ টিসহ সাতটি ক্যাম্প যৌথ ভাবে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে টহল দিয়ে র‌্যাব আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করেন।
র‌্যাব সূত্র জানায়, সকল ক্যাম্পের সমন্বয়ে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মেহেদি হাসানের নেতৃত্বে টেকনাফ র‌্যাব ক্যাম্পের মির্জা শাহেদ মাহতাবসহ কক্সবাজারের লিংক রোড় থেকে র‌্যাবের যৌথ টহল শুরু হয়। টহল দলটি কক্সবাজার কলাতলী মোড় হয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়া থেকে সন্ধায় টেকনাফ উপজেলা পরিষদে এসে যৌথ টহল শেষ হয়।
র‌্যাব-৭ কক্সবাজার সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে কক্সবাজার ও টেকনাফ অঞ্চলে নতুন পাঁচটি ক্যাম্প চালু করা হয়েছে। এই অঞ্চলে বর্তমানে সাতটি ক্যাম্পে নিয়োজিত র‌্যাব সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
কক্সবাজারকে মাদকমুক্ত করার লক্ষ্যে টেকনাফে র‌্যাবের নতুন পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক টহলের মাধ্যমে যাত্রা শুরু করা হয় বলে জানিয়েছেন।
টেকনাফের ওপারে পাশ্ববর্তী দেশ মিয়ানমার। সীমান্তে বিজিবি এবং কোস্টগার্ড রয়েছে। এ ছাড়াও রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর , পুলিশসহ আইনশৃংখলা বাহিনী। তবুও ইয়াবা পাচার বন্ধ হচেছনা। তাই ইয়াবা পাচার বন্ধে নতুন পাঁচটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Comment here