সংস্কৃতিসারাদেশ

“জননেত্রীর ভীষণ ২১-৪১”,একবিংশতি বর্ণ

“জননেত্রীর ভীষণ ২১-৪১”,একবিংশতি বর্ণ কবিতা

আদিল মাহমুদ

হে ‘অচেনা’, পাগল এর সাজে তুমি দৌড়ে পালাচ্ছো কোথায়,
হয়েছে কি বিপদের কিছু, পালানোর মতো এই ‘ধরা’য়,
যদি অপরাধ না হয়, তবে বলো সাহায্য কি করা যায়,
আমার দ্বারাও তো হতে পারে তোমার সমস্যার উপায়।

হে ‘অপেক্ষমান’ ক্ষুদায় যাচ্ছে প্রান, তুমি নও সরোজয়,
শুনেছি গঞ্জে আছে হাড়ি, তবে যদি বা কিছু পাওয়া যায়,
আমার পথ অতি দীর্ঘ, দিতে হবে পাড়ি, বিরক্ত যে পায়,
যদি তুমি পারো, পিছনে ‘বাড়ি’ কিছু খাদ্য পাঠাও তথায়।

হে ‘অচেনা’, অনেক্ষন দাড়িয়ে আছি, প্রান যাচ্ছে যে খড়ায়,
উপায় নাহি মোর, ভর সইছে না যে হতভাগার পায়,
একটু আছে মুড়ি, ‘বাড়ি’দিতে পারি যদি কেউ নিয়ে যায়,
আমিও যে অনেক ভূখা, তোমার মতোই খুব অসহায়।

ওহে ‘অপেক্ষমান’ লেগেছে ‘মহামারী’, নেই কোন সহায়,
জেনেছি এর কোন ঔষধ নাই, সচেতনতাই উপায়,
তাই তো দেখি সামাজিক দূরত্ব বজায় রেখেছে পাড়ায়,
পালন করি সরকারি আদেশ, স্বাস্থ্য সেবার অপেক্ষায়।

হে ‘অচেনা’, নেতৃত্বে আছে শেখ হাসিনা, বাচব “করোনা”য়,
জাতির জনক বঙ্গবন্ধুর দেশে থাকে সবার সহায়,
আমরা বাংলাদেশী, আছে চোখে জ্যোতি, সকলে গৃহে আয়,
ভয় করো না “পিচাশিনী করোনা” মারবো পায়ের তলায়।

হে ‘অপেক্ষমান’ গায়ে হয়েছে জ্বর, প্রতিবেশী দিচ্ছে ফেলি,
কিই বা অপরাধ করেছি, জ্বর আমার বড় বাহুবলী,
কি করে বুঝাবো তারাই মূর্খ, দিতে হবে ভবে আলো জ্বালী,
আমরা শ্রেষ্ঠ জাতি, অবশ্য ঠেকাবো কোভিডের সব পলি।

ওহে ‘অচেনা’একটু কি দাড়াবে তুমি, শুনবে কিছু বলি,
‘মহামারী’তে ছেলের হয়েছে কাশি, টাকা ও পয়সা খালি,
হাটে যাও যদি খাদ্য, ঔষধ না-ই পাও, কি করবে কুলি,
পারো দিতে বুদ্ধি, যেন পাই খাদ্য, ঔষধ, করো না হেয়ালি।

ওহে ‘অপেক্ষমান’ বড়ই বিপদে আছি, আসতেছে বালি,
সাহায্যে কেহ নাই ছেলে আসতেছে বাড়ি, দিতে মোরে গালি,
স্ত্রী গেছে মারা, প্রতিবেশীরাই দিচ্ছে না জায়গা করে খালি,
অপেক্ষায় আছি, আসবে বালি, তা দিয়ে খাদে দিব ভূতলী।

হে ‘অচেনা’ শুনেছি সরকার যে আমাদের উঠেছে জ্বলি,
আমাদের খাদ্য, ঔষধ ও সুরক্ষার
ফুটে উঠেছে কলি,
সামাজিক দূরত্ব মেনে চলো না হয় সবই জলাঞ্জলী,
“আল-বারি” আছে, করবো ধ্বংস ভাইরাসের সব থলি।

শুনেছি, ভয় পেও না আসতেছে ভিশন ২১-৪১এর ঝুলি,
আমরা সতেরো কোটি, ভস্ম করে ছাড়ব কোভিডের খুলি,
কোটি টন খাদ্য, ঔষধ মজুত, ভুল না ২১- ৪১ ব্রজবুলি,
জননেত্রী আমাদের, আসবেই বাচার আল মুতায়ালী,
ভরসা রেখো, ‘মহামারী’কে হতেই হবে মৃত্যুর প্রনালী।

লেখক- ওসি( তদন্ত)

পরশুরাম মডেল থানা, ফেনী।

Comment here