জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

দশম সংসদ নির্বাচনের পর সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় সবাইকে নতুন বছর ২০১৭-এর শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন শেখ হাসিনা। তার এই ভাষণ জাতীয় সম্প্রচার মাধ‌্যমে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার করা হয়।

তিনি বলেন, “আজ ১২ই জানুয়ারি। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আজকের দিনে প্রধানমন্ত্রী হিসেবে আমি তৃতীয়বারের মত শপথ গ্রহণ করি।

“বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তৃতীয় বছর পূর্তিতে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

এই দিনে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, স্বজন হারানো পরিবার এবং একাত্তরে নির্যাতিত দুই লাখ মা-বোনের প্রতি সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর ভাষণের বড় অংশে আছে তার সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি। এ ছাড়া জঙ্গিবাদ, ইসি পুনর্গঠনসহ নানা ইস্যুতে কথা বলছেন।

Comment here