টেকনাফসারাদেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা ছাত্রলীগের জরুরি সভা অনুষ্ঠিত

মোঃ শেখ রাসেল::
১৫ই আগস্ট ২০২০ই মহান জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে আজ ৯ আগস্ট টেকনাফ শাপলাচত্বরস্থ অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩ ঘটিকার সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আকবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ রফিক, আবদুল্লাহ আল জাহেদ লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বিজয়, টেকনাফ কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল পারভেজ রিপন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য সায়েদ আমিন নিশান,টেকনাফ উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরখান, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহিম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, উপ-সমাজ সেবা সম্পাদক আবদুর রহমান, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শাহ পরীর দ্বীপ ছাত্রলীগের সভাপতি হাফিজ উল্লাহ, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নুর কামাল, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মোঃ সালাউদ্দীন কাদের, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) দেলোয়ার সিকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জিয়া উদ্দীন জিয়া, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সিফাত,রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন (সাগর) সহ টেকনাফ উপজেলা, ইউনিয়ন, স্কুল, মাদ্রাসা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫ই আগস্ট মহান জাতীয় শোক দিবস উপলক্ষে টেকনাফ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীর মধ্যে ১৫ আগস্ট জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, খতমে কোরআন, আলোচনা সভা।

১৬ আগস্ট টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রয়াত সাধারণ সম্পাদক মরহুম শাহাব উদ্দীন ভাই স্মরণে হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের স্মরণ সভা ও দোয়া মাহফিল।
১৮ ও ১৯ আগস্ট টেকনাফ উপজেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন।

২০ তারিখ থেকে টেকনাফ উপজেলা ছাত্রলীগের আওতাধীন প্রতিটি ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা, স্কুল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ধারাবাহিকভাবে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করবে।

Comment here