টেকনাফ

জাদিমোরা সীমান্তে নৌকা ডুবি শীর্ষক সংবাদে জড়িত করায় আবু তাহের, আয়ুব খান ও মোস্তফা কামালের তীব্র প্রতিবাদ

 

বার্তা পরিবেশক :

গত ৩ মে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ৪ মে বিভিন্ন স্থানীয় এবং জাতীয় দৈনিকে প্রকাশিত “টেকনাফের জাদিমোরা সীমান্তে নৌকা ডুবি ; নিখোঁজ-৪” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা ঈর্ষান্বিত হয়ে মহল বিশেষের দ্বারা প্রশাসনিকভাবে হয়রানির উদ্দ্যেশে গভীর ষড়যন্ত্রেও অঙশ মাত্র। এতে আমরা মোটেও বিচলিত নই। কারন এসব অপকর্মের ধারেকাছে আমরা নেই। উক্ত সংবাদে আমাদের জড়িত করে প্রকৃত পাচারকারীকে রক্ষা করার অপচেষ্টা করা হয়েছে। যা তদন্ত করলে বের হয়ে আসবে। আমরা এ ধরনের সংবাদে জড়িত করায় তীব্র নিন্দা জানাচ্ছি।

আমরা স্থানীয় জাদিমোরা সীমান্তের বাংলাদেশী জনসাধারণ হিসেবে মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির খবর জানতে পারি। এর কিছুক্ষন পর
রাতেই বিভিন্ন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনায় আমাদের নাম দেখতে পায়। যা দারুণভাবে বিব্রত করেছে। পরের দিন বিভিন্ন পত্রিকায়ও একই সংবাদ দেখতে পাই। আমরা কোন ধরনের অপরাধে জড়িত নয়। যা এলাকায় তদন্ত করলে বের হয়ে আসবে। এটি একটি বিশেষ মহলের গভীর ষড়যন্ত্রের অংশ। প্রকৃত ঘটনা তদন্ত স্বাপেক্ষে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহবান জানিয়ে আমি বানোয়াট, ষড়যন্ত্রমুলক, সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে সীমান্ত রক্ষী এবং আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী : আবু তাহের পিতা মৃত অলি আহমদ, আয়ুব খান পিতা মৃত মীর আহমদ ও মোস্তফা কামাল প্রকাশ লম্বা মলই পিতা: ছৈয়দ হোসেন
জাদিমোরা, হ্নীলা, টেকনাফ।

Comment here