কক্সবাজারজাতীয়টেকনাফসারাদেশ

জিপিএ-৫ এর ঝর্ণাধারায় শীলখালির আমান উল্লাহ এইচএসসিতেও জিপিএ-৫

সংবাদদাতা:
ঘোষিত রবিবার (১৩ ফেব্রুয়ারী) ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা দান্ডমন্ডি কলেজ থেকে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে দক্ষিণ শীলখালির আমান উল্লাহ ।
আমান উল্লাহ টেকনাফ উপজেলার শীলখালি বাইন্যা পাড়া গ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব মাওলানা কলিম উল্লাহর নাতি ও প্রবাসী মোঃ তৈয়ব ও মুবিনা খাতুন দম্পত্বির দ্বিতীয় পুত্র। সে ইতিপূর্বে টেকনাফ বর্ডার গার্ড (বিজিবি স্কুল) হতে পিএসসি,কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমী থেকে জেএসসি, ও কক্সবাজার সরকারী কলেজ থেকে এসএসসিতে এ প্লাস (জিপিএ-৫) সহ বিভিন্ন সরকারি-বেসরকারী বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমান উল্লাহ তার এই কৃতিত্বে মা- বাবা, শিক্ষক- শিক্ষিকা, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ভবিষ্যতে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে চায়।
আমান উল্লাহর চাচা প্রবাসী মোঃ ওসমান গণি তার ভাতিজার জন্য সকলের দোয়া কামনা করেছেন।

Comment here