জাতীয়টেকনাফসারাদেশ

টেকনফে ডিএনসি বিশেষ জোনের অভিযানে বিদেশি মাদকসহ গ্রেফতার-১

মুহাম্মদ জুবাইর:
কক্সবাজার টেকনাফে পাচারের জন্য মওজুদ রাখা
বিপুল পরিমাণ মাদক (বিয়ার)জব্দ করেছে টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোন। এসময় বক্সখাটের নিচে লোকানো বিদেশী মাদক গ্র্যান্ড রয়েল হুইস্কি ১৩২ বোতল, আন্দামান গোল্ড বিয়ার ৪৮৫ ক্যান, ডায়া ব্লো ১২ পার্সেন্ট, বিয়ার ২০০ ক্যান জব্দ ও
এক ব্যবসায়ীকে আটক করে। বুধবার (৯ফেব্রুয়ারী) দিবাগত রাত টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তর এর উপ-পরিচালক’ক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং ডেইল পাড়ার এজাহার মিয়ার বাড়ীতে কৌশলে মাদক বিরোধী অভিযান চালিয়। এসময় তার বাড়ীর বক্সখাটের নিচে লোকানো বিদেশি বিভিন্ন প্রকারের ৮৫৬ মাদক সহ এজাহার মিয়ার পুত্র মোঃ হেলাল (৩২) কে আটক করেছে। উক্ত মাদকের সাথে জড়িত বেলাল কে পলাতক আসামী করে মালিক সহ মাদকআইনে মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Comment here