টেকনাফশিক্ষা ও ধর্ম

টেকনাফের ৬৪ প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ

আমান উল্লাহ কবির, টেকনাফ:
গুজবে কান না দিতে অভিভাবক সমাবেশ করেছে টেকনাফের ৬৪ প্রাথমিক বিদ্যালয়। ছেলে ধরা আতংক, ডেঙ্গু প্রতিরোধে করনীয় ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ অংশ গ্রহন নিশ্চিত করনে এই সমাবেশের আয়োজন করে প্রাথমিক বিভাগ।
এ উপলক্ষে ৩১ জুলাই সকাল দশটায় টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ এমদাদ হোসেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী।
উপস্থিত ছিলেন- সহকারি শিক্ষক স্বপ্না দাশ, আরিফ হাসান, ঝর্ণা দাস, রেদোয়ানা বেগম, নুরুল কব্রি, মাইমুনা আকতার, শাহিনা আকতার, সদস্য ছমিরা আক্তার, আজিজা বেগম, আলী আকবর।
সভায় বক্তারা বলেন, একটি স্বার্থন্বেসীমহল গুজব ছড়িয়ে দেশের শিক্ষা ব্যবস্থাসহ উন্নয়নে বাধা গ্রস্থ করতে চাই। এসব গুজবে কান না দিয়ে আপনি নিজে ও ছেলে মেয়েদের সচেতন করুন। সভায় গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের অভিভাবকরা অংশ গ্রহন করেন।

গুজব প্রতিরোধে আনসার-ভিডিপি :
‘ছেলে ধরা সন্দেহে কাউকে গনপিঠুনি দেওয়া ফৌজদারি অপরাধ। সন্দেহ হলে ৯৯৯ এ ফোন করুন’ এমন শ্লোগানে গুজব প্রতিরোধে মাঠে আনসার-ভিডিপি। এ উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হতে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টেকনাফ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সভায় মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা ভারপ্রাপ্ত আনসার-ভিডিপি কর্মকর্তা হ্লামিয়েছা, উপজেলা আনসার প্রশিক্ষক আমান উল্লাহ, আনসার কোম্পানী কমান্ডার সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী রানি চৌধুরী প্রমুখ।

Comment here