ক্রাইম

টেকনাফে অপহৃত যুবক অক্ষত ফিরেছে


বাহারছড়া প্রতিনিধি :

টেকনাফে অপহৃত যুবক মোহাম্মদ হাসান (২৫) অক্ষত অবস্থায় ফিরে এসেছে। তবে তার ফিরে আসা নিয়ে রহস্যের দানা বেধেছে। অপহৃত হাসান রবিবার সকালে ফিরে এসেছে বলে জানালেও অন্য একটি সুত্র বলছে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত পথ দেখিয়ে দেওয়ার জন্যই অপহরণ করেছিলো সশস্ত্র মুখোশধারীরা এমনটি জানিয়েছে পুলিশ। বাহারছড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: লিয়াকত আলী বলেন, ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি ভিকটিমকে জিজ্ঞাসাবাদ অপব্যাহত রয়েছে।

উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার বাঘঘোনা বাজারের ব্রীজ এলাকায় শনিবার (১৮ জানুয়ারি) রাতে এশা’র আজানের পরপরই এ ঘটনা ঘটে। অপহৃত যুবক স্থানীয় নোয়াখালী জুম্মা পাড়ার বাসিন্দা মোহাম্মদের আইয়ুবের ছেলে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে তাকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে। জানা যায়, গতকাল শনিবার রাতে বাঘঘোনা বাজার হতে মোহাম্মদ হাসান বাড়ী ফেরার পথে ২০/২৫ জনের মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা তাকে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় একটু দূরে আপন জেঠা মে: শরীফকে দেখতে পেয়ে মো: হাসান চিৎকার দেয়। তখনই সন্ত্রারী দ্রæত তাকে নিয়ে পাহারের দিকে চলে যায়। একটু পরে পাহাড়ে ১০/১২ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয় লোকজন। অপহৃত মোহাম্মদ হাসানের স্বজনরা খবর দিলে বাহারছড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ মো: লিয়াকত আলী ও পরে টেকনাফ মডেল থানারও একটি টিম ঘটনাস্থলে পৌছেঁন উদ্ধার তৎপরতা চালায়।

Comment here