অন্যান্য

টেকনাফে ইয়াবা পাচারকারীদের নতুন তালিকা করছে পুলিশ

টেকনাফ ভিশন ডটকম :
টেকনাফ মডেল থানায় কমিউনিটি পুলিশিংয়ের অপরাধ দমন ও আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রææয়ারি সোমবার সকাল ১১টার দিকে টেকনাফ মডেল থানার হল রুমে টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা সভাপতিত্বে মডেল থানা উপ-পরিদর্শক (এসআই)কাঞ্চন দাসের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিবহন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোহাম্মদ দিদার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুর, সদর কমিউনিটি পুলিশের সভাপতি ছৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জালাল, পৌর কমিউনিটি পুলিশিংয়ের দপ্তর সম্পাদক নুরুল হোসাইন, হোয়াইক্যং কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হারুন সিকদার, টেকনাফ মডেল থানার (এসআই) ও কমিউনিটি পুলিশিংয়ের সিপিও শেফায়াত হোসেন।

ওসি মো. মাঈন উদ্দিন বলেন, তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের ধরতে মাঠে পুলিশের বিশেষ অভিযান হচ্ছে। পুলিশকে যেকোন বিষয়ে সঠিক তথ্য দিন। পুলিশ পরিচয় গোপন রাখবে। তিনি পাশাপাশি আগামী ৫ দিনের মধ্যে নতুনসহ ইয়াবা ব্যবসায়ীদের তালিকা জমা দেওয়ার জন্য কমিউনিটি পুলিশিংয়ের সকলকে নির্দেশ দেন। তিনি আরও বলেন, সরকারের ইচ্ছাই ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ। সে যেই হোকনা কেন তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলেও উল্লেখ করেন তিনি।

Comment here