টেকনাফ

টেকনাফে এক জালে ৪৩৬ রাঙ্গা চাদাঁ

জাবেদ ইকবাল চৌধুরী , টেকনাফ ভিশন ডটকম  :
টেকনাফে টানা জালে এক দিনে মিলেছে ৪৩৬ টি সামুদ্রিক রাঙ্গা চাদাঁ মাছ (রাচইঁ )। যার বাজার মূল্য পাওয়া গেছে সাড়ে ৭ লাখ টাকা। ২৮ জানুয়ারি শনিবার সকালে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহার ছড়ার হলবনিয়া সৈকত এলাকার ঘটনা এটি।
জানা যায় , শনিবার ভোরে জাহাজপুরা হলবনিয়া গ্রামের মোহাম্মদ মুসলিম উদ্দিনের টানা জাল পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সকাল ১০ টার সময় সাগরে জালে আটকা পড়ে বিশাল মাছের ঝাকঁ। পরে সৈকতে জালটি তুলে পাওয়া যায় ৪৩৬ টি রাঙ্গা চাদাঁ মাছ। স্থানীয় ভাষায় যার নাম ‘রাঁচই’।
এক টানে শত শত মাছ পেয়ে খুশিতে আত্বহারা মুসলিম উদ্দিন বলেন, শামলা পুরের মাছ ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ সাড়ে ৭ লাখ টাকায় মাছ গুলো কিনে নেন। তবে এক টানে এতো টাকার মাছ পাওয়ায় বোনাস হিসেবে ৩০ হাজার টাকা ছাড় দিয়েছে। বাহার ছড়া ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ কোম্পানি বলেন, খবর পেয়ে তিনিসহ শত শত লোকজন সাগরে টানা জালে পাওয়া মাছ দেখতে যায়। এদিকে শাহপরীর দ্বীপেও প্রায় ২’শ সামুদ্রিক মাইট্টা মাছ পাওয়া গেছে। একজন জেলের জালে এ সব মাইট্টা মাছ পাওয়া যায় শনিবার ভোরে। যার বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা

Comment here