কক্সবাজারটেকনাফ

টেকনাফে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার ইয়াবা পাচার রোধ ও রোহিঙ্গাদের ব্যাপারে সর্তক থাকতে হবে


কক্সবাজারের নবাগত পুলিশ সুপার ড.কে এম ইকবাল হোসেন বলেছেন, পুলিশ জনগনের বন্ধু, জনগনের জান-মাল রক্ষা ও এলাকার নিরাপত্তা- শান্তি বজায় রাখতে কর্মকর্তাদের দায়িত্ত¡বান হয়ে নিষ্টার সাথে কাজ করতে হবে। সীমান্ত দিয়ে অবাধে মাদক যাতে পাচার না হতে পারে এবং রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সকর্ত থাকারও নির্দেশ দেন পুলিশ সুপার। এ জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে টেকনাফ মডেল থানা পরিদর্শন কালে কক্সবাজারে নবাগত পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দ্যেশে এসব কথা বলেন। এ সময় কক্সবাজার সদর এএসপি সুমিত্র চাকমা, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মজিদ, পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান , পরিদর্শক (অপারেশন) মোঃ শফিউল আজমসহ থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বিকেলে পুলিশ কর্মকর্তা উপন্যাসিক ও অভিনেতা ধীরাজ ভট্টচার্য্যের স্মীতিবিজড়িত “যখন পুলিশ ছিলাম” গ্রন্থের আলোচিত চরিত্র মাথিনের কুপ পরিদর্শন শেষে টেকনাফ ত্যাগ করেন।

Comment here