জাতীয়টেকনাফসারাদেশ

টেকনাফে করোনাকালে হত-দরিদ্রদের মধ্যে বিজিবির সেলাই মেশিন বিতরণ

টেকনাফে করোনাকালে অসহায়ভাবে জীবন-যাপনকারী হত-দরিদ্র পরিবারের মধ্যে অনুদান হিসেবে সেলাই মেশিন বিতরণ করেছে ২বিজিবি ব্যাটালিয়ন।

জানা যায়, ২১ জুলাই দুপুর ১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ে অনুদান বিতরণ অনুষ্ঠান শুরু হয়। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল হাসান খান (পিএসসি) ১টি করে সেলাই মেশিন ৩টি পরিবারের মধ্যে অনুদান বিতরণ করেন।

অপরদিকে একইদিন দুপুর সোয়া ২টায় হ্নীলা ইউপির লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুদান বিতরণ উপলক্ষ্যে ২য় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতেও ৩টি পরিবারের মধ্যে টেকনাফ ২বিজিবির অধিনায়ক প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার, রাজনৈতিক নেতা, ব্যাটালিয়ন এবং বিওপি ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা জ্বলে ও স্থলে মাদক, চোরাচালান ও মানব পাচাররোধের পাশাপাশি সমাজের হত-দরিদ্র মানুষের সেবায়ও কাজ করে যাচ্ছে। যা সচেতন মহলে বিজিবি কর্তৃপক্ষের প্রশংসায় পঞ্চমুখ। ###

Comment here