টেকনাফ

টেকনাফে গর্জন বাগান পরিদর্শনে ১১টি দেশের প্রতিনিধি টিম

%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%95
টেকনাফ ভিশন ডেস্ক :
ম্যানগ্রোভ ফর দ্যা ফিউচার (এমএফএফ) অন্তর্ভুক্ত ১১টি দেশের প্রতিনিধি টিম টেকনাফের বাহারছড়া জাহাজপুরা গর্জন বাগান ও শীলখালী সিএমসি কার্য্যক্রম পরিদর্শন করেছেন। ১১টি দেশের প্রতিনিধি দলের মধ্যে ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলংকা, সিসিলি, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও চীন।
শীলখালী কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সাবেক সভাপতি সাইফুল্লাহ কোম্পানী জানান ২৮ অক্টোবর শুক্রবার দুপুরে ৪০ জনের টিম টেকনাফের বাহারছড়া জাহাজপুরা গর্জন বাগান ও শীলখালী সিএমসি কার্য্যক্রম পরিদর্শনে আসেন। এসময় ঝড়ো হাওয়ার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। উপ-প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, আইইউসিএন এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. ইশতিয়াক আহমদ, ককসবাজার দক্ষিণ বনবিভাগের ডিএফও আলী কবির, শীলখালী কো-ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সহ-সভাপতি তহুরা জয়নব বেবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল বাহারছড়া জাহাজপুরা গর্জন বাগান ও শীলখালী সিএমসি কার্য্যক্রম পরিদর্শন শেষে কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

Comment here