টেকনাফ

টেকনাফে গ্রাম ডাক্তারদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মুহাম্মদ জুবাইর, টেকনাফ:teknaf-pic-14-11-16-dr
টেকনাফে গ্রাম ডাক্তারদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর সোমবার টেকনাফের অলিয়াবাদস্থ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির অফিস কক্ষে সকাল ১১ টায় টেকনাফ হাসপাতালের মেডিকেল অফিসার নুরে আলম দ্বীনের সভাপতিত্বে হিতৈষী বাংলাদেশ টেকনাফ ম্যানেজার মোঃ জিয়াউল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এন,এফ,এম ম্যালেরিয়া নিয়ন্ত্রন বিষয়ে হিতৈষী বাংলাদেশ এর আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে টেকনাফ উপজেলার ম্যালেরিয়া রোগীর সংখ্যা, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, রোগীদের সেবা, ঝোপ জঙ্গল পরিষ্কারকরণসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। হিতৈষী বাংলাদেশ টেকনাফ ম্যানেজার মোঃ জিয়াউল হক জানান, চলতি বছরে টেকনাফের বাহারছড়া, সাবরাং, টেকনাফ সদর ইউনিয়ন ও সেন্টমার্টিন দ্বীপে ম্যালেরিয়া রোগী ধরা পড়েনি। হ্নীলায় ৬ জন, হোয়াইক্যংয়ে ১৪ ও টেকনাফ পৌরসভায় ১ জন রোগী ধরা পড়েছে ।

Comment here