টেকনাফ

টেকনাফে চেকপোষ্টে জাবি শিক্ষার্থী ও বিজিবি’ সদস্যের মধ্যে সংঘর্ষ : সড়ক অবরোধ

15036226_1649715331986825_1713911141638813161_n
কক্সবাজার প্রতিনিধি:
টেকনাফ দমদমীয়া বিজিবি চেকপোষ্টে পর্যটক জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের সাথে বিজিবি সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬ টার সময় এ বিজিবি সদস্য ও সেন্ট মার্টিন ঘুরতে আসা জাবি শিক্ষার্থীদের মাঝে তর্কাতর্কির সুত্র ধরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে অন্তত ১০ জন সামান্য আহত হয়। এর জের ধরে কক্সবাজার টেকনাফ যান চলাচল বন্ধ হয়ে পড়ে শিক্ষার্থীদের অবরুদ্ধের কারনে। পরে প্রশাসনের সাথে শিক্ষার্থীদের সাথে সমযোতা বৈঠক বসে ঘটনার সমাধান হয়। টেকনাফ-ককসবাজার সড়ক যোগাযোগও স্বাভাবিক হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭ টার সময় টেকনাফ উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি প্রতিনিধির সাথে জাহাঙ্গির নগর বিশ^ বিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠক হয়।
এতে অভিযুক্ত ১০ বিজিবি সদস্যের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানা যায়। বৈঠকে জাহাঙ্গিরনগর বিশ^ বিদ্যালয়র পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাহবুবুর রহমন, টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ আসরাফুজ্জামান উপস্থিত ছিলেন।
জানা যায়, ১০ নভেম্বর বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৬ টায় টেকনাফ দমদমীয়া বিজিবি চেকপোষ্টে জাহাঙ্গির নগর বিশ^বিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের তল্লাশির জের ধরে বিজিবি সদস্যদের সাথে সংঘর্ষের সুত্রপাঠ হয়।
খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, টেকনাফ মডেল থানার ওসি তদন্ত ও বিজিবি উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। জহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ শাজ্জাদ বলেন, সেন্টমার্টিন থেকে ফেরার পথে দমদমীয়া চেকপোষ্টে নিয়মিত তল্যাশির সময় কর্তব্যরত বিজিবি সদস্য অসৌজন্যমূলক আচরণ করায় ছাত্ররা আচরণের প্রতিবাদ জানায়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিজিবির অসৎ আচরণ ও ন্যায় বিচারের দাবিতে বিশ^বিদ্যালয়ের ১৪৫জন ছাত্র রাস্তায় অবস্থান নেন।

Comment here