টেকনাফ

টেকনাফে জেলে পরিবারে ভিজিএফ চাল বিতরণ শুরু

টেকনাফ  ভিশন ডেস্ক :
টেকনাফে জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে। জেলে পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর উদ্যোগে ১ নভেম্বর মঙ্গলবার সকালে ৬৬৯ টি পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়। এরমধ্যে টেকনাফ পৌরসভায় ৬৯ , বাহারছড়ায় ২৫০ ও সাবরাং ইউনিয়নে ২৫০ টি পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
পৌর সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী, টেকনাফ পৌর প্যানেল মেয়র-২ আব্দুল্লাহ মনির , বাহারছড়ায় চেয়ারম্যান মৌলানা আজিজ উদ্দিন ও সাবরাং ইউনিয়নে চেয়রম্যান নুর হোসেন উপস্থিত থেকে এ চাল বিতরন করেন। এ দিন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে প্রতি জনকে ২০ কেজি পরিমানে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
জানা যায়, গোটা উপজেলায় মোট সুবিধাপ্রাপ্ত জেলে পরিবারের সংখ্যা হচ্ছে ১৭৮২ জন। পৌরসভাসহ ৩টি ইউনিয়নে নিবন্ধিত জেলেদেরে মধ্যে চাল বিতরন করা হলেও ৪ টি ইউনিয়নের ১১১৩ টি জেলে পরিবারে এখনো চাল বিতরন করা হয়নি বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী জানান , বুধবারের মধ্যে অন্যান্য ইউনিয়নের জেলে পরিবারের মধ্যে চাল বিতরন সম্পন্ন করা হবে।

Comment here