টেকনাফসারাদেশ

টেকনাফে দৈনিক হিমছড়ির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বক্তারা- বস্তুনিষ্ঠতার মাধ্যমে দৈনিক হিমছড়ি আজ বিশেষ স্থান করে নিয়েছে

বিশেষ প্রতিবেদক:
জেলার পাঠক নন্দিত দৈনিক হিমছড়ি পত্রিকা ২২বছরে পদার্পণ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজে সংগঠিত অন্যায়-অনাচার,দূর্নীতি ও উন্নয়নের প্রতিচ্ছবি। সমাজ ও দিন বদলের হাতিয়ার এই সংবাদপত্র ও সাংবাদিকতা। দৈনিক হিমছড়ি প্রতিষ্ঠার পর হতে দল-মতের উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আগামীতে ও দেশ, জাতি এবং সমাজের কল্যাণে দৈনিক হিমছড়ির অগ্রযাত্রার অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
৫ জানুয়ারী বিকাল সাড়ে ৩টায় উপজেলার হ্নীলা হতে এক বিশাল র‌্যালী বের হয়ে বাসষ্টেশন প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে নিউ মার্কেট হলরোমে দৈনিক হিমছড়ির টেকনাফ প্রতিনিধি হুমায়ূন রশিদের সার্বিক তত্তাবধানে এবং দৈনিক ইত্তেফাকের টেকনাফ প্রতিনিধি জসিম উদ্দিন টিপুর পরিচালনায় এক আলোচনা সভা টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক আজকের কক্সবাজার বার্তার সম্পাদক ও প্রকাশক আলহাজ¦ মুহাম্মদ ছৈয়দ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ (শাহাবুদ্দিনের) পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ হ্নীলা শাখার ব্যবস্থাপক হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদ, রঙ্গিখালী খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা ফখরুল ইসলাম ফারুকী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সেলিম সিকদার, হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল হোসাইন হেলালী। বক্তব্য রাখেন সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, আশেক উল্লাহ ফারুকী, জাবেদ ইকবাল চৌধুরী, আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, মমতাজুল ইসলাম মনু, গিয়াস উদ্দিন, নুরুল করিম রাসেল, টেকনাফ সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন, টেকনাফ সাংবাদিক ফোরামের সভাপতি আমান উল্লাহ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, হ্নীলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাহবুর রহমান মাবু, টেকনাফ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল হুদা প্রমুখ। বক্তারা উপস্থিত সকলের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক সমকালের টেকনাফ প্রতিনিধি আব্দুর রহমান, দৈনিক যায় যায় দিনের টেকনাফ প্রতিনিধি আবুল আলী, হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার, মাঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক কায়সার রশিদ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ হ্নীলা শাখার কর্মকর্তা ফখরুল ইসলাম, প্রবীণ হকার মোঃ ইউছুপ, হ্নীলা বিছমিল্লাহ লাইব্রেরী পরিবারের প্রোপাইটর ও যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক শাকের আহমদ, মুফিজুর রহমান কাজল, জাফর আলম গুরা, টেকনাফ উপজেলা মটর চালক লীগের যুগ্ন-আহবায়ক মোঃ আব্দুর রহিম দৈনিক রূপসী গ্রামের টেকনাফ সংবাদদাতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক সৈকতের টেকনাফ সংবাদদাতা হেলাল উদ্দিন, দৈনিক আজকের কক্সবাজার হ্নীলা প্রতিনিধি সাদ্দাম হোসাইন, দৈনিক বাঁকখালীর হ্নীলা প্রতিনিধি মুহাম্মদ রফিক, কমিউনিটি পুলিশিং হ্নীলা ৩নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ। সভা শেষে দৈনিক হিমছড়ির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ¦ মুহাম্মদ ছৈয়দ হোছাইন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি ও নাস্তা বিতরণ করা হয়।

Comment here