ক্রাইমটেকনাফ

টেকনাফে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ : ভাবিকে আহত করেছে আপন ভাসুর !

 


টেকনাফে হামলা চালিয়ে ভাবিকে আহত করেছে আপন ভাসুর । ছিনিয়ে নিয়েছে নগদটাকাও স্বর্ণালংকার। এমন ঘঠনা ঘেেটছে টেকনাফের বাহার ছাড়া শামলাপুর শীলখালী জুম্মা পাড়া গ্রামে ১ আগস্ট। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেছে আহত ভাবী মনোয়ারা বেগম। জানা যায়, মালয়েশিয়া প্রবাসী তাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম চার সন্তান নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে নিজ বসত ঘরে। প্রায় সময় শ্বশুর পক্ষের লোকজন মালয়েশিয়া থেকে স্বামীর পাঠানো টাকা হাওলাদ নিয়ে ফেরত দিতে ঘড়িমসি করে । এ নিয়ে ধরে প্রায় সময় ঝসড়া ঝাটি করে থাকে। গত ১ আগস্ট সকাল ৬ টার সময় মনোয়ারা বেগমের বসত ঘরে প্রবেশ করে আপন স্বামীর বড় ভাই (ভাসুর) হামিদুল হক বাগু ও স্ত্রী নুর জাহান (জা) এবং অপর ভাসুর নুরুদ্দিন নাগু । এলোপাতারী মারধর করে এরা মনোয়ারাকে আহত করে। শুধু তাই নয়, ছিনিয়ে নেন নগদ ৬০ হাজার টাকা ও ২ ভরি উজনের স্বর্ণালংকার। পরে আহত মনোয়ারা বেগমকে স্থানীয় অন্যান্য আত্বীয় স্বজনরা উদ্ধার করে কক্সবাজার সদও হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়। এ ব্যাপারে আহত মনোয়ারা বেগম, বাদী হয়ে এদের বিরুদ্বে কক্সবাজার আদালতে মামলা দায়ের করে। এটি টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন চৌধুরী তদন্ত করছেন। তিনি জানান , ২৪ আগস্ট এ বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলও যথাযতভাবে করা হবে বলেও জানান তিনি। মামলার বাদী মনোয়ারা বেগম জানান, স্বামী প্রবাসে থাকার সুযোগ নিয়ে শ্বশুর পক্ষের লোকজন বসত বাড়ী উচ্ছেদের জন্য এ হামলা ও লুটপাঠের ঘটনা ঘটিয়েছে দাবী করে বলেন তিনি সুষ্টু বিচার আশা করেন। এদিকে প্রতিপক্ষ হামিদুল হক নাগু এটি পারিবারিক বিরুধের জের ধরে মিথ্যা মামলা দাবী করেন।

Comment here