ক্রাইমটেকনাফ

টেকনাফে নারীসহ ৫ জন মানব পাচারকারী আটক : ২৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার

টেকনাফে নারীসহ ৫ জন মানব পাচারকারী আটক : ২৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু উদ্ধার

টেকনাফ ভিশন ডেস্ক :

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে পাচারের অপেক্ষায় থাকা ২৬ জন ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৫ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত ৫ জন আসামী হচ্ছে টেকনাফ সদর ইউপি’র
৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়ার মোঃ শফিকের স্ত্রী ও নুরুল ইসলামের মেয়ে সাবেকুন্নাহার (২৩), উখিয়া কুতুপালং ৩ নং ক্যাম্পের ব্লক-বি-১ এর
মৃত হায়দার আহমদের ছেলে জাহেদ হোসেন (২০), টেকনাফ সাবরাং ইউপি’র ৭নং ওয়ার্ড
মাঝেরপাড়া করাচি পাড়ার মৃত আবুল কালামের আবদুর রহিম (৩৫), একি এলাকায় বসবাসকারী ভাসমান পুরাতন রোহিঙ্গা
মোঃ সালামের জাহেদ হোসেন (২৯) ও
টেকনাফ সদর ইউপ”র ৫নং ওয়ার্ড মহেশখালীয়া পাড়া পুরাতন ভাসমান রোহিঙ্গা
মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে নুরুল ইসলাম (৬০)।
গত ১১ জানুয়ারী বুধবার দিবাগত মধ্যরাত ১২ টার সময় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসত ঘরে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া ২৬ ভিকটিমের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন মহিলা, ৫ জন শিশু বাচ্চা। এসব ভিকটিমকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাঠানোর পূর্ব মূহুর্তে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল হালিম।
তিনি জানান, ” বেআইনী মানব পাচার কাজের সহিত জড়িত ৪ জন পুরুষ, ১ জন মহিলা সহ মোট ৫ জন আসামীকে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে ১২ জানুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার জেলা সদরে আদালতে পাঠানো হয়।
ভিকটিমদের নিকট হতে পাচারের উদ্দেশ্যে আদায়কৃত সাড়ে ৪২ টাকা এবং ১টি কাপড় ভর্তি ট্রলী জব্দ করা হয়। তাছাড়া উদ্ধার ভিকটিমদের স্ব স্ব পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম ও উখিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ”র সার্বিক তত্ত্বাবধানে গত ৭ দিন যাবৎ উক্ত মানব পাচার চক্রটিকে আটক করার জন্য বিভিন্ন ছদ্মবেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে
উদ্ধারকৃত ২৬ জন ভিকটিম হচ্ছে উখিয়া
কুতুপালং ক্যাম্প নং-২ (ইস্ট), ব্লক-ই/৫ এর
মোঃ রফিক (১৬), কুতুপালং ক্যাম্প নং-৩, ব্লক-ডি/২৩ এর মোঃ রিয়াজ (১৮),
কুতুপালং ক্যাম্প নং-৪, ব্লক- ই/২১ এর আবদুল্লাহ (১৯), কুতুপালং ক্যাম্প নং-২ (ওয়েস্ট), ব্লক-ডি/ এর শাহ আলম (১৭),
কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/৯ এর কোরবান আলী (১৮), কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/১০ এর নজির আহম্মদ (৩৬), কুতুপালং ক্যাম্প নং-২, ব্লক-ই/৫ এর নুর কুদ্দুস (২৩),
কুতুপালং ক্যাম্প নং-৭, ব্লক-সি/২ এর
মোহাম্মদ জোহার (১৭),
কুতুপালং ক্যাম্প নং-২(ইস্ট), ব্লক-৭ এর মোঃ ইয়াসিন (১৩), বালুখালী ক্যাম্প নং-১৮, ব্লক-এস/৫১ এর আবদুর রশিদ (২৯),
বালুখালী ক্যাম্প নং-৯, ব্লক-সি/১১ এর নাছির উদ্দীন (২০), বালুখালী ক্যাম্প নং-১, ব্লক-জি/৩৫ এর আনোয়ার ইব্রাহিম (১৮), হাকিমপাড়া ক্যাম্প নং-১৪, ব্লক-সি/৩ এর মোঃ জাকের (১৯), জামতলী (সফিউল্লা ঘাটা), ক্যাম্প নং-১৬, ব্লক-এ/২ এর মোঃ ইমরান (১৫), টেকনাফ
লেদা ক্যাম্প নং-২৪ (এলএমএস), ব্লক-ডি এর
মোঃ বনি (২২), শালবাগান রোহিঙ্গা ক্যাম্প নং-২৬ (এলএমএস), ব্লক-এ/৩ এর মোঃ আয়াছ (১৪), টেকনাফ হ্নীলা ইউপি”র ৮ নং ওয়ার্ড লেদা লামার পাড়ার ওসমান গণি (১৯) ,
উখিয়া বালুখালী ক্যাম্প-১৮, ব্লক-৫০/১ এর রমিজা (২৪), মোঃ আমিন (৮), মোঃ আলম (৬), নূর সাদিয়া (২) ও মোঃ ওমর (৩ মাস),
কক্সবাজার পৌরসভা পাহাড়তলী বাচামিয়ার ঘোনার তসলিমা (২৬) ও শাহামিম (৭), উখিয়া থাইংখালী ক্যাম্প নং-১৯, ব্লক-বি/১ এর
ছমিরা (১৯) ও বালুখালী ক্যাম্প নং-১, ব্লক- আই/১১ এর ইয়াছমিন (১৯)।

Comment here