টেকনাফসারাদেশ

টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাদ্দাম হোসাইন,হ্নীলা:
টেকনাফে উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
জানা যায়, ৪ জানুয়ারি বিকাল ৩টায় টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর হতে হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীদের অংশ-গ্রহনে বিশাল শুভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। টেকনাফ উপজেলা ছাত্রলীগে সভাপতি সোলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসম্পাদক সেলিম সিকদার, মাহাবুবুর রহমান মোর্শেদ, উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, তোয়াক্কুল হোসেন চৌধুরী, যুগ্নসাধারন সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমদ জয়। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল আলম জুয়েল প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ইসমাইল সাজ্জাদ, সহসভাপতি জালাল উদ্দিন মিঠু, রউফ নেওয়াজ ভুট্টো, কামরুল সোহাগ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, উপদপ্তর সম্পাদক মঈন উদ্দীন, পরিবেশ বিষয়ক সম্পাদক বারেক হোসেন, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মেহেদী ্হাসান মুন্না, তথ্য ও গবেষনা সম্পাদক হালিমুর রশিদ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক দিদারুল ইসলাম জুয়েল, সদস্য এম,এ মনজুর মোর্শেদ ছোটন, মোঃ শাহীনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও মুক্তিযুদ্ধের চেতনায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে দেশ, সমাজের কল্যাণে কাজ করলেই বাংলাদেশ আধুনিক ও উন্নত দেশ হিসেবে বিশ্বে মাথা তুলে দাঁড়াবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্রলীগকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে সন্ধ্যায় শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comment here