ক্রাইমটেকনাফ

টেকনাফে বিজিবি’র অভিযান : ৭ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

 

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টেকনাফ :

টেকনাফের পশ্চিম উপকূল হতে ৭ লাখ ৪০ পিস ইয়াবা উদ্বার করেছে বিজিবি। ৬ জানুয়ারি শনিবার ভোররাত পৌনে ২ টার সময় কাটাবুনিয়া এলাকা হতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে পাচারকারীদের ধরা সম্ভব হয়নি। টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে
গত (৫ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সাবরাং বিওপির হাবিলদার মোঃ মাহবুবুল আলম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া (পুরাতন মেরিন ড্রাইভ) এলাকায় নিয়মিত টহলে যায়। টহলকালীন সময় রাত ৭ টার দিকে সোর্সের মাধ্যমে জানতে পারে যে, মিয়ানমার হতে সাগর পথে ইয়াবার একটি চালান সমুদ্র উপক‚ল হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে টহলদল কাটাবুনিয়া এলাকায় পুরাতন মেরিন ড্রাইভ রাস্তার এক পার্শ্বে জংগলাকীর্ণ স্থানে ওঁৎ পেতে থাকে। পরবর্তীতে শুক্রবার মধ্যরাত পেরিয়ে (৬ জানুয়ারি) শনিবার ভোররাত পৌনে ২ টার সময় টহলদল ৬-৭ জন লোককে ৪ (চার) টি প্লাষ্টিকের বস্তা মাথায় সমুদ্র উপক‚ল হতে পুরাতন মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ইয়াবা পাচারকারীরা তাদের মাথায় থাকা বস্তাগুলো ফেলে অতিদ্রæত দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়। ফেলে যাওয়া এ সব বস্তা গুলো উদ্ধার করে খুলে গণনা করে ৭,৪০,০০০ (সাত লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২২ কোটি ২০ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে জানিয়েছেন ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আরিফুল ইসলাম।

Comment here