টেকনাফ

টেকনাফে মাসিক আইন শৃংখলা কমিটির সভায় রোহিঙ্গা অনুপ্রবেশ ও ইয়াবা ঠেকাতে নজরদারী বৃদ্ধি

টেকনাফ ভিশন ডটকম :
টেকনাফ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা ৩০ জানুয়ারী (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন টেকনাফ ২ বর্ডার গার্ড (বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল আবুজার আলজাহিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোঃ ইসলাম, টেকনাফ থানা অপরেশন অফিসার মোঃ শফিউল আলম।
সভায় রোহিঙ্গা অনুপ্রবেশ, ইয়াবা, অপহরণ, নারী নির্যাতন, হত্যা এবং স্থানীয় আইন শৃংখলা উন্নয়নের  ব্যাপারে আলোচনা এবং সিন্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিকদলের নেতৃবৃন্দ। পরে মাসিক উপজেলা উন্নয়ন সমন্নয় কমিটির সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কাজের রিপোর্ট পেশ এবং উন্নয়ন কাজের অগ্রগতির পর্যালোচনা করা হয়।

Comment here