টেকনাফসারাদেশ

টেকনাফে মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান বিরোধী সভায় এমপি বদি:দলমত ও স্বার্থের উর্ধ্বে উঠে অপরাধীদের কঠোর হাতে দমন করুন

নিজস্ব প্রতিবেদক:টেকনাফে মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান বিরোধী টাস্কফোর্সের সভায় এমপি আব্দুর রহমান বদি বলেছেন মাদক ও মানব পাচারমুক্ত টেকনাফ গড়তে দলমত ও স্বার্থের উর্ধ্বে উঠে অপরাধীদেও কঠোর হাতে দমন করতে সকলের আন্তরিক সহায়তা প্রয়োজন। এই লক্ষ্যে পুরাতন তালিকাসমুহ হালনাগাদ করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ব্যাপারে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যদের নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। মানব পাচারের মতো ইয়াবা বাণিজ্যকে জিরো টলারেন্সে নিয়ে আসতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এই ব্যাপারে স্ব স্ব পৌর মেয়র,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং মেম্বারদের সর্তক থাকার নির্দেশনা প্রদান করা হয়। তারা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।
জানা যায়-২৮ নভেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান জাফর আহমদের সভাপতিত্বে মাসিক আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত।এতে প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি (সিআইপি)। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাও রফিক উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন বড়–য়া,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন,সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির,আইন-শৃংখলা কমিটির সদস্য আবুল কালামসহ আইন-শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে,আইন-শৃঙ্খলা ও চোরাচালান দমনের বিভিন্ন বিষয়,ইয়াবা চোরাচালান প্রতিরোধ,সেন্টমার্টিন মালামাল নিয়ে যাওয়া,ইয়াবা ব্যবসায়ীদের নতুন তালিকা তৈরীসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এমপি বদিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যা তাহেরা আক্তার মিলি। ##

Comment here