টেকনাফরোহিঙ্গা সমাচার

টেকনাফে রংগীখালী পাহাড়ে গুলির শব্দে স্হানীয়দের মধ্যে আতংক


টেকনাফ প্রতিনিধি :

টেকনাফে রংগীখালী পাহাড়ে গুলির শব্দে স্হানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। ১ এপ্রিল বুধবার রাতে এ ঘটনা ঘটে। মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা রোহিঙ্গা নারীদের টানাহেঁচড়াকে কেন্দ্র করে এ ধরনের ঘটনার সুত্রপাত বলে জানা যায়। জানা যায়,

রংগীখালী পাহাড়ে অবস্থান রত পাহাড়ি গ্রুপ
প্রায় সময় মালয়েশিয়া মানব পাচারের জন্য রোহিঙ্গা ক্যাম্প হতে লোকজন এনে পাহাড়ে জড়ো করে রাখে।
পরে সুযোগ বুঝে বিভিন্ন মাধ্যমে রাত্রে পাহাড় পথে বাহার ছড়ার মারিশ বনিয়া বাজার বা রংগীখালীর ঢালা নামক জায়গা হতে বঙ্গোপসাগরে নোঙ্গর করা বড় জাহাজের মধ্যে তুলে দেন। বুধবারও রোহিঙ্গা ক্যাম্প একটি বড় নারীদের দল জড়ো করে সাগর পথে মালয়েশিয়া পাচার করার জন্য। এ দলে বেশ কয়েক জন সুন্দরী যুবতী দেখে পাহাড়ে অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্যরা ২/৩ জনকে
অনৈতিক কাজের জন্য নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে মৃত আব্দুল মজিদের ছেলে রোহিঙ্গা মাঝি আলম (৪০) ও একি গ্রুপের সদস্য সব্বির আহমেদের ছেলে দেলোয়ার (১৮)
ও দুধু মিয়ার ছেলে তৈয়ব (৩৫) এর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে
গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার আহত হয় । এ ঘটনায় রংগীখালী পাহাড়ে সশস্ত্র বাহিনীর মধ্যে উত্তেজনা চলছে বলে স্হানীয় একাধিক সুত্রে জানা গেছে। টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার বিষয়টি খোঁজ নিচ্ছেন বলে জানান।

Comment here